ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা ইরানে হামলার সমতুল্য।
Published : 11 Apr 2024, 01:02 PM
ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, এমন শঙ্কার মধ্যে ইসরায়েলকে ‘লৌহদৃঢ়’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
১০ দিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন ঊধ্র্বতন সামরিক নেতা নিহত হন। এ হামলার জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছে ইরান।
বাইডেন সতর্ক করে বলেন, “ইরান বড় ধরনের হামলা চালানোর হুমকি দিচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের পক্ষে যা সম্ভব সবই করতে যাচ্ছি আমরা।”
বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাশে নিয়ে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
একইদিন এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা ইরানে হামলার সমতুল্য।
“যখন তারা আমাদের কনসুলেট এলাকায় হামলা চালায়, তা আমাদের ভূখণ্ডে হামলা চালানোর মতো। ওই শয়তান সরকারকে অবশ্যই শাস্তি দিতে হবে আর শাস্তি তারা পাবে।”
১ এপ্রিল ইরানের কনস্যুলেট ভবনে হওয়া ওই হামলায় ১৩ জন নিহত হয়। নিহতদের মধ্যে ইরানের দুই ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন।
ইসরায়েল এ হামলার দায় স্বীকার না করলেও তারাই এর পেছনে ছিল বলে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে; জানিয়েছে বিবিসি।
ওই হামলার পর থেকে ইসরায়েলি বাহিনী ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী উচ্চ সতর্কাবস্থায় আছে।
বাইডেন বলেন, “আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছি, ইরান ও তার ছায়া বাহিনীগুলোর এসব হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতি লৌহদৃঢ়, আমাকে আবার বলতে দিন, লৌহদৃঢ়।”
এর একদিন আগে এক সাক্ষাৎকারে বাইডেন গাজায় একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছিলেন, গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর কৌশলের সঙ্গে তিনি একমত নন।
আরও পড়ুন: