যুক্তরাষ্ট্রের ড্রোন ডুবিয়ে পুরস্কার পেল রাশিয়ার পাইলটরা

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রুশ এসইউ-২৭ জঙ্গিবিমানের দুই পাইলটের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

রয়টার্স
Published : 17 March 2023, 04:27 PM
Updated : 17 March 2023, 04:27 PM

কৃষ্ণসাগরে যুক্তরাষ্ট্রের সেই ড্রোনটিকে বাধা দিয়ে ডুবিয়ে দেওয়া জঙ্গিবিমানের পাইলটদের পুরস্কৃত করেছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দুটি রুশ এসইউ-২৭ জঙ্গিবিমানের পাইলটদের হাতে পুরস্কার তুলে দেন বলে শুক্রবার জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়।

গত মঙ্গলবার রাশিয়ান এসইউ-২৭ জঙ্গি বিমানের সঙ্গে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনের সংঘর্ষের পর ড্রোনটি কৃষ্ণসাগরে পড়ে।

মার্কিন সেনাবাহিনী বলছে, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত মিশনে ছিল। দুটি রুশ জঙ্গি বিমান সেটিকে আটকানোর চেষ্টা করে। রুশ জঙ্গি বিমানের ধাক্কায় ড্রোনটি অকেজো হয়ে পড়ার পর দূর থেকে এই ড্রোন পরিচালনা করা পাইলটরা এটিকে কৃষ্ণসাগরে ফেলে দিতে বাধ্য হয়।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মঙ্গলবারের ওই সংঘর্ষটি ছিল প্রথম সরাসরি সামরিক সংঘাত।

মস্কো মার্কিন ড্রোনটি ধ্বংসের দাবি অস্বীকার করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বলছে, কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন দেখে তারা জঙ্গিবিমান পাঠিয়েছিল। তবে ড্রোনের সঙ্গে এটির সংঘর্ষ হয়নি। ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জঙ্গিবিমানের পাইলটদের পুরস্কৃত করার ঘোষণা দিয়ে সংঘাতের ওই ঘটনাটি নিয়ে নিজেদের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করে বলেছে, ড্রোনটির সঙ্গে রুশ জঙ্গিবিমানের কোনও টক্কর লাগেনি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে এমকিউ-রিপার ড্রোনটি তীব্রগতিতে চলতে গিয়ে অনিয়ন্ত্রিত হয়ে পড়লে নিচে নেমে গিয়ে পানিতে পড়ে যায়।

ড্রোনটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড়ছিল এবং ইউক্রেইনে সামরিক অভিযান চলার কারণে আকাশসীমায় রাশিয়ার জারি থাকা বিধিনিষেধ লঙ্ঘন করেছিল বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

তবে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার জঙ্গিবিমানগুলো ড্রোনের দিকে এগিয়ে এসে সেটিকে উত্তক্ত করেছে এবং সেটির ওপর জ্বালানি ছিটিয়েছে। ৩০-৪০ মিনিট ধরে এমন বাধা দেওয়ার চেষ্টা চলার পর একটি জঙ্গিবিমানের ধাক্কায় ড্রোনের পাখা কেটে গিয়ে সেটি সাগরে পড়ে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ওই সংঘর্ষের ৪০ সেকেন্ডের একটি সম্পাদিত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, রুশ যুদ্ধবিমান ড্রোনটির কাছাকাছি আসছে। এ সময় এটি জ্বালানি ছিটিয়ে দিচ্ছে। এরপর ড্রোনটির পাখা ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনাটি রাশিয়ার বাড়তে থাকা আগ্রাসী আচরণেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল।