৪৮ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে এটি দ্বিতীয় সন্ত্রাসবিরোধী অভিযান।
Published : 05 Oct 2023, 08:17 PM
জম্মু ও কাশ্মীরের কুলগ্রাম জেলায় বুধবার সন্ত্রাস বিরোধী অভিযান চলার সময় দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, সেখানে এখনও অভিযান চলছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে এটা দ্বিতীয় সন্ত্রাসবিরোধী অভিযান।
জম্মুর রাজৌরির কালাকোট জঙ্গলে সন্ত্রাসবিরোধী অন্য অভিযানও এখনো শেষ হয়নি বলে জানিয়েছে এনডিটিভি। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলিতে অন্তত তিন সেনা আহত হয়েছেন।
[সংবাদটি প্রথমে ফেইসবুকে প্রকাশি হয়েছে ৪ অক্টোবর ২০২৩ তারিখে https://www.facebook.com/bdnews24/posts/pfbid02p963fTouu8wma9yFcm7eR82DhE9qinALXprTKdmNQrBHDBbEsiwmqHGWxfmomoj8l]