প্রবল বৃষ্টিতে বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ ট্র্যাফিক জ্যামে আটকা পড়েন, ট্রেনের সূচি বিঘ্নিত হয়।
Published : 26 Sep 2024, 01:06 PM
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ভারি বৃষ্টিতে দেখা দেওয়া জলাবদ্ধতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে আর মৃত্যু হয়েছে অন্তত চারজনের।
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বৃহস্পতিবার নগরীর স্কুল ও কলেজগুলো বন্ধ রাখা হয়েছে।
রয়টার্স জানায়, বুধবার সন্ধ্যারাতে মুম্বাইয়ের বিভিন্ন অংশে প্রায় ২৭৫ মিলিমিটার (১১ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
প্রবল বৃষ্টিতে বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ ট্র্যাফিক জ্যামে আটকা পড়েন, ট্রেনের সূচি বিঘ্নিত হয়।
নগরীর কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
কর্তৃপক্ষ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে নগরীজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে এবং নগরবাসীকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। মৎসজীবীদের শুক্রবার পর্যন্ত সাগরতীরে না যাওয়ার জন্য বলা হয়েছে।
সামাজিক মাধ্যমে আসা ড্রোন ফুটেজে মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা গেছে, অনেকেই গাড়িতে শুধু চালকদের রেখে রাস্তায় নেমে পড়েছেন। শহরজুড়ে লাখ লাখ মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করে থাকতে বাধ্য হন।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে, স্বাভাবিক সময়ের চেয়ে এক সপ্তাহ পর চলতি সপ্তাহের প্রথমদিকে মৌসুমি বৃষ্টি দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে থেকে সরে যেতে শুরু করেছে।
ভারতে সাধারণত মৌসুমি বৃষ্টিপাত জুন থেকে শুরু হয় আর ১৭ সেপ্টেম্বর থেকে কমতে শুরু করে, কিন্তু চলতি বছর বৃষ্টি এখনও অব্যাহত আছে।
রয়টার্স জানিয়েছে, এরফলে জলাধারগুলো পরিপূর্ণভাবে ভরলেও কিছু রাজ্যে ফসলের ক্ষতি হয়েছে।
আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার তেলেঙ্গানা রাজ্যের কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে।