ফিলিপিন্সে মশা থেকে ছড়ানো ডেঙ্গু রোগ বেড়ে যাওয়া এবং দুই শিক্ষার্থীর মৃত্যুর পর জনবহুল একটি শহুরে এলাকার কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
Published : 19 Feb 2025, 07:44 PM
ফিলিপিন্সের সবচেয়ে জনবহুল শহুরে কেন্দ্রগুলোর একটির কর্তৃপক্ষ মশা ধরা কিংবা মারার জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে। ডেঙ্গুর বিস্তার রোধের চেষ্টাতেই এমন সিদ্ধান্ত।
মঙ্গলবার রাজধানী ম্যানিলার প্রাণকেন্দ্রে ‘বারাঙ্গে অ্যাডিশন হিলস’- এর গ্রামপ্রধান কারলিটো সার্নাল প্রতি পাঁচটি মশার জন্য স্থানীয় মুদ্রা এক পেসো (দুই মার্কিন সেন্টের কম) পুরস্কার ঘোষণা করেছেন।
সার্নাল এও বলেছেন, জীবিত এবং মৃত সব মশা ও তাদের লার্ভার জন্যও এই পুরস্কার দেওয়া হবে। জীবিত মশাগুলো অতিবেগুনি রশ্মি ব্যবহার করে নির্মূল করা হবে।
জীবিত বা মৃত মশা জমা দিলেই পুরস্কার দেওয়ার এই ঘোষণা নিয়ে ফিলিপিন্সের স্যোশাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে সার্নাল বলছেন, কমিউনিটির মানুষের স্বাস্থ্যের জন্য এ পদক্ষেপ নেওয়া জরুরি।
সম্প্রতি ফিলিপিন্সে মশা থেকে ছড়ানো ডেঙ্গু রোগ বেড়ে যাওয়া এবং সার্নালের এলাকায় দুইজন শিক্ষার্থীর মৃত্যুর পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। অন্তত এক মাসের জন্য চলবে এই কর্মসূচি।
সার্নাল বিবিসি-কে বলেন, মোট ২১ জন এরই মধ্যে পুরষ্কার দাবি করেছে। তারা এ পর্যন্ত মোট ৭০০ টি মশা ও লার্ভা জমা দিয়েছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মশা ধরতে পুরস্কার নিয়ে ব্যঙ্গ করছেন অনেকেই। একজন লিখেছেন, “এবার মশা চাষ শুরু হবে”। আরেকজন কৌতুক করে লিখেছেন, “একটা মশার কেবল একটি ডানা থাকলে কি সেই মশা জমা নেওয়া হবে না?”
ফিলিপিন্সের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিওএইচ) অবশ্য স্থানীয় সরকার পরিচালকদের ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টার প্রশংসা করেছে। যদিও মশা ধরার বিনিময়ে নগদ পুরস্কার ডেঙ্গু রোধে কার্যকর পন্থা কিনা সে সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মন্ত্রণালয়।
‘বারাঙ্গে অ্যাডিশন হিলস’- এর গ্রামপ্রধান কারলিটো সার্নাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার বিষয়টি তিনি জানেন। তবে সার্নালের কথায়, তার এলাকাটি সবচেয়ে বড় ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। ফলে স্থানীয় সরকারকে সহায়তার জন্য তাদেরকে কিছু না কিছু করতে হবে।
তিনি জানান, সম্প্রতি ডেঙ্গু বেড়ে যাওয়ায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ৪৪ জন রোগী শনাক্ত করেছে।
বারাঙ্গে অ্যাডিশন হিলস এলাকায় প্রায় ৭০ হাজার মানুষের বাস, যা মেট্রোপলিটন ম্যানিলার কেন্দ্রে ১৬২ হেক্টর জায়গায় অবস্থিত।