গত মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আয়ারল্যান্ডের সিদ্ধান্তের প্রতিবাদে ইসরায়েল সেদেশ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল।
Published : 15 Dec 2024, 11:09 PM
ইসরায়েল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে।
আইরিশ সরকারের ‘চরম ইসরায়েল-বিরোধী নীতি’, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া এবং গাজায় যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপে সমর্থনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছে ইসরায়েল।
গত মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আয়ারল্যান্ডের সিদ্ধান্তের প্রতিবাদে ইসরায়েল সেদেশ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল।
এরপর গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ডাবলিন গত সপ্তাহে সমর্থন দেওয়ায় আরও চটেছে ইসরায়েল।
এরপরই রোববার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “আইরিশ সরকারের চরম ইসরায়েল বিরোধী নীতির আলোকে ডাবলিনে ইসরায়েলের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর প্রতিক্রিয়ায় আইরিশ প্রধানমন্ত্রী বলেন, “এমন সিদ্ধান্ত খুবই দুঃখজনক। তার দেশ সবসময় মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াবে।”
এক্সে এক পোস্টে তিনি লেখেন, “আয়ারল্যান্ড ইসরায়েল বিরোধী এমন বক্তব্য আমি পুরোপুরি প্রত্যাখ্যান করছি। আয়ারল্যান্ড শান্তি, মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে।”