ইসরায়েলে এক আরব পরিবারের ৫ জনকে গুলি করে হত্যা

হামলাকারীদের খোঁজে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 11:28 AM
Updated : 7 Nov 2023, 11:28 AM

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বাসমাত তাবুউন শহরে এক আরব পরিবারের পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন কিশোর রয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। একইদিন আরেকটি ঘটনায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন।

ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কান জানিয়েছে, ওই দুই কিশোর আপন ভাই, নিহত নারীর বয়স চল্লিশের বেশি এবং নিহতদের মধ্যে তার ২৫ বছর বয়সী ছেলেও রয়েছেন; নিহত অন্যজন তাদের এক পুরুষ আত্মীয়।

এ ঘটনায় ওই নারীর ৪৯ বছর বয়সী স্বামী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারা এ হামলা চালিয়েছে তা স্পষ্ট হয়নি। হামলাকারীদের খোঁজে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করেছে।

দেশটির পুলিশ প্রধান ইয়াকভ শবতাই বলেছেন, পুলিশ হামলাকারীদের খুঁজে বের করতে সম্ভাব্য সব প্রচেষ্টাই চালাবে।

ইসরায়েলে আরব সম্প্রদায়গুলোর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত আরব সম্প্রদায়ের অন্তত ১৮৮ জন নিহত হয়েছেন।

এ সহিংসতার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘অবহেলা’ করছেন বলে অভিযোগ স্থানীয় আরব নেতাদের। সংবাদসূত্র: রয়টার্স, সিনহুয়া

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)