Published : 30 Apr 2025, 05:58 PM
গুপ্তচরবৃত্তি ও ইসরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত এক ইরানির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে, তার মধ্যেই বুধবার এ মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কয়েক দশক ধরে ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধে লিপ্ত ইরান মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ এবং তাদের কার্যক্রমে সহায়তার দায়ে অনেককেই মৃত্যুদণ্ড দিয়েছে। এদের বেশিরভাগের বিরুদ্ধে গুপ্তহত্যা এবং পরমাণু কর্মসূচিসহ ইরানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার অভিযোগ ছিল।
বুধবার যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তার নাম মহসেন লাঙ্গারনেশিন, তার বিরুদ্ধে ২০২২ সালে বিপ্লবী রক্ষীবাহিনীর এক কর্নেলকে হত্যাসহ একাধিক মামলা ছিল, জানিয়েছে ইরানের বিচারবিভাগীয় গণমাধ্যম মিজান।
“দুই বছর গুপ্তচর থাকাকালে মহসেন অনেকগুলো গুরুত্বপূর্ণ অপকর্ম ঘটিয়েছে, যার মধ্যে সন্ত্রাসী অভিযানে সহায়তা এবং সায়েদ খোদাই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার মতো ঘটনাও আছে,” বলেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইশফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক শিল্পকেন্দ্রে হামলার ঘটনায় অভিযুক্ত সহায়তাও দিয়েছিলেন, বলেছে তারা।
মহসেন তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য তার কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
দিনকয়েক আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করে বলেছিলেন, তেল আবিব পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ভণ্ডুল করে দিতে চায়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তির মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার ধারণা প্রত্যাখ্যান করেছেন, তিনি ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেওয়ার লক্ষ্যে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিয়ে যাচ্ছেন।