চলতি সপ্তাহের শুরুতে নতুন ‘আত্মঘাতী ড্রোন’ পরীক্ষা দেখেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
Published : 28 Aug 2024, 07:22 PM
নেতা কিম জং-উনের উপস্থিতিতে নতুন ২৪০ মিলিমিটার রকেট লঞ্চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।
পরীক্ষায় এই পদ্ধতি উত্তর কোরিয়ার অস্ত্র মোতায়েন এবং হামলা চালানোর ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বলে বুধবার জানিয়েছে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ।
চলতি সপ্তাহের শুরুতে নতুন ‘আত্মঘাতী ড্রোন’ পরীক্ষা দেখেছিলেন কিম। তখন তিনি মনুষ্যবিহীন বাহনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি উন্নয়নের জন্য গবেষকদের তাগাদা দিয়েছিলেন।
ইউক্রেইন-রাশিয়া যুদ্ধে মস্কোকে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করার অভিযোগ আছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এ অভিযোগ করে আসছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক চলতি মাসে বলেছেন, গতবছর থেকে ৪ অগাস্ট পর্যন্ত রকেটসহ তিন/চার ধরনের গোলাবারুদের ১২ হাজারের বেশি কনটেইনার রাশিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া।
এছাড়া, কয়েক ডজন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও সরবরাহ করেছে তারা। রাশিয়া ও উত্তর কোরিয়া এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তবে দেশ দুটি নিজেদের সামরিক সম্পর্ক নিবিড় করার অঙ্গীকার করেছে।