আঞ্চলিক চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই গ্রেপ্তারের ঘোষণাটি এল।
Published : 19 Sep 2024, 04:56 PM
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির অন্য শীর্ষ কর্মকর্তাদের হত্যা করার একটি ইরানি চক্রান্তের সঙ্গে জড়িত আছেন সন্দেহে এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে, জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
ইসরায়েলের পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ওই ব্যক্তি দুইবার গোপনে ইরানে গিয়েছিলেন এবং মিশন চালানোর জন্য অর্থ গ্রহণ করেছেন।
এক যৌথ বিবৃতিতে তারা জানায়, সন্দেহভাজন একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তুরস্কে বসবাস করতেন। তার তুর্কি যোগাযোগ ছিল যারা তাকে ইরানে নিয়ে যেতে সাহায্য করেছিল।
আঞ্চলিক চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই গ্রেপ্তারের ঘোষণাটি এল।
বিবৃতিতে বলা হয়েছে, সন্দেহভাজনকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান তার লক্ষ্য ছিল।
গত মাসে গ্রেপ্তার করা হলেও সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি, জানিয়েছে বিবিসি।
বিবৃতিতে আরও বলা হয়, এপ্রিল ও মে’তে সন্দেহভাজন দুইবার তুরস্কের সমন্দগে যান এডি নামের ধনী এক ইরানি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করতে, ওই সময় তুরস্কের দুই নাগরিক তাকে সাহায্য করেছিল।
কিন্তু দুইবারই এডির ইরান ছাড়তে সমস্যা হওয়ায় ওই ইসরায়েলি নাগরিক চোরা পথে তুরস্ক থেকে নিজেই ইরান যান। সেখানে সন্দেহভাজন এডি ছাড়াও ‘ইরানের গোয়েন্দা সংস্থার’ এক কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন।
এডি ওই ইসরায়েলিকে ‘ইসরায়েলের ভেতরে ইরানের জন্য বিভিন্ন নিরাপত্তা মিশন চালাতে’ বলেন।
বিবৃতির তথ্য অনুযায়ী, এগুলো মধ্যে অর্থ ও অস্ত্র পাচার, ইসরায়েলের জনাকীর্ণ এলাকাগুলোর ছবি ‘ইরানি পক্ষের’ কাছে পাঠানো এবং যেসব ইসরায়েলি নাগরিককে ইরান রিক্রুট করেছে কিন্তু তারা তাদের কাজ সম্পন্ন করছে না তাদের হুমকি দেওয়া অন্যতম।