উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ট্রাকটি খাইবার পাখতুনখওয়ার বান্নু থেকে পাঞ্জাবের নওশেরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
Published : 19 May 2024, 12:38 PM
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রাক খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
শনিবার পাঞ্জাবের খুশাব জেলার পাঞ্জ পীর মারওয়ান সড়কে দুর্ঘটনাটি ঘটেছে, জানিয়েছেন কর্মকর্তারা।
উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ট্রাকটি খাইবার পাখতুনখওয়ার বান্নু থেকে পাঞ্জাবের নওশেরা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। ব্রেক ফেলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে উদ্ধারকারী সংস্থার জেলা কর্মকর্তা হাফিজ আব্দুল রাশিদ জানিয়েছেন।
ঘটনাস্থল থেকে আসা ছবিগুলোতে ট্রাকটিকে রাস্তার পাশে উল্টে পড়ে থাকতে দেখা গেছে।
রাশিদ জানান, ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয় আর আরও ১২ জন আহত হন। আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও কারও আঘাত গুরুতর।
পাকিস্তানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্বল পরিবহন অবকাঠামো, শিথিল নিরাপত্তা ব্যবস্থা ও চালকদের উপযুক্ত প্রশিক্ষণের অভাব এর কারণ বলে মনে করা হয়।
২০২৩ সালের অগাস্টে পাঞ্জাবের পিন্ডি ভাট্টিয়ানের নিকটবর্তী এক সড়কে ডিজেলবাহী একটি পিকআপ ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত ১৮ জন প্রাণ হারান।