ছয় বছর আগে ভারতের গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রদীপ প্যাটেল, তার স্ত্রী হানসাবেন ও তাদের কন্যা উর্মি।
Published : 23 Mar 2025, 02:26 PM
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক ডিপার্টমেন্টাল স্টোরে ক্রেতার গুলিতে ২৪ বছর বয়সী এক ভারতীয় তরুণী ও তার ৫৬ বছর বয়সী বাবা নিহত হয়েছেন। নিহতরা দোকানটিতে কাজ করতেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে অ্যাকোম্যাক কাউন্টিতে দোকানটি খোলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটে। এই জোড়া খুনের জন্য পুলিশ জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওয়ার্টন বৃহস্পতিবার সকালে দোকানটিতে মদ কিনতে যান, তখন তিনি জিজ্ঞেস করেন রাতে দোকানটি কেন বন্ধ ছিল। তারপরই তিনি বাবা ও মেয়েকে লক্ষ্য করে গুলি করেন।
বাবা প্রদীপ প্যাটেল ঘটনাস্থলেই নিহত হন। আর তার কন্যা উর্মিকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
ছয় বছর আগে ভারতের গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রদীপ প্যাটেল, তার স্ত্রী হানসাবেন ও তাদের কন্যা উর্মি। ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টিতে আত্মীয় পরেশ প্যাটেলের ডিপার্টমেন্টার স্টোরে কাজ করতেন তারা।
ঘটনার বিষয়ে পরেশ প্যাটের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে বলেন, “আমার কাজিনের স্ত্রী ও তার বাবা আজ সকালে দোকানে কাজ করছিলেন। তখন এক ব্যক্তি এসে তাদের গুলি করে। এখন কী করবো কিছুই বুঝতে পারছি না।”
প্রদীপ প্যাটেল ও হানসাবেনের আরও দুই কন্যা আছে। তাদের একজন কানাডা ও অপরজন গুজরাটের আহমেদাবাদ শহরে থাকেন।
সন্দেহভাজন ওয়ার্টনের বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যা, গুরুতর অপরাধ ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই জোড়া খুনের ঘটনায় যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কয়েক মাস আগে নর্থ ক্যারোলাইনায় গৃহস্থলী পণ্যের এক দোকানে ডাকাতির সময় ভারতীয় বংশোদ্ভূত মালিক মৈনাক প্যাটেলকে (৩৬) গুলি করে হত্যা করেছিল ডাকাতরা।