মাস খানেক ধরে কোম্পানিটির ৩৩ হাজার কর্মী ধর্মঘটে আছে।
Published : 12 Oct 2024, 12:40 PM
শ্রমিক ধর্মঘটে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িং তার মোট জনবলের ১০ শতাংশ বা ১৭ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে।
বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি অর্টবার্গ কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে বলেছেন, ‘নির্বাহী, ব্যবস্থাপক এবং কর্মী’, সবার চাকরিই ঝুঁকির মধ্যে রয়েছে।
বিবিসি লিখেছে, কোম্পানিটি তার অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন শাখার লোকসানের বিষয়েও সতর্ক করার পাশাপাশি ৭৭৭এক্স মডেলের উড়োজাহাজ সরবরাহের তারিখ পেছানোর কথা বলছে।
এই খবর এমন এক সময় এলো- যখন বোয়িং তাদের উড়োজাহাজের মান নিয়ে উদ্বিগ্ন, সেই সঙ্গে কর্মীদের ধর্মঘটে পর্যদুস্ত।
অর্টবার্গ ইমেইলে বলেন, ‘সামনের মাসগুলোতে' কর্মী সংখ্যা কমিয়ে আনবে কোম্পানি। এ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে জানানো হবে।
“আমাদের ব্যবসার অবস্থা এবং আমাদের ভবিষ্যত পুনরুদ্ধারের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”
কয়েক সপ্তাহ ধরে চলমান শ্রমিক ধর্মঘটের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ফ্লাইট পরীক্ষা স্থগিত থাকার পাশাপাশি এখন কাজ বন্ধ থাকায় ৭৭৭ এক্স মডেলের উড়োজাহাজ সরবরাহে বিলম্ব ঘটবে।
“আমরা গ্রাহকদের জানিয়ে দিয়েছি যে- আমরা এখন আশা করছি, ২০২৬ সালে প্রথম ডেলিভারি দিতে পারব।”
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ১৩ সেপ্টেম্বর থেকে বোয়িংয়ের ৩৩ হাজার শ্রমিক ধর্মঘটে আছেন।
ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী জন হোল্ডেন রয়টার্সকে বলেন, “আমরা দীর্ঘ লড়াইয়ে আছি এবং আমাদের সদস্যরা এটি বোঝেন।”
বৈশ্বিক ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি বোয়িংকে ‘ক্রেডিটওয়াচে’ রেখেছে। তার মানে ধর্মঘট চলতেই থাকলে উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানিটির রেটিং কমতে পারে।