নিষেধাজ্ঞার কারণে এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য এতটাই কম যে আলাদা করে শুল্ক আরোপ অর্থহীন।
Published : 03 Apr 2025, 09:48 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অন্যায্য বাণিজ্য আচরণের’ জন্য গণহারে প্রায় সব দেশের ওপর ‘শাস্তিমূলক’ বিশেষ শুল্ক চাপিয়ে দিলেও তার সেই তালিকায় রাশিয়া, বেলারুশ, কিউবা আর উত্তর কোরিয়া নেই।
বিশ্ব যখন বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ত্রস্ত, তখন বুধবার ট্রাম্প হোয়াইট হাউজের রোজ গার্ডেনে যুক্তরাষ্ট্রে আমদানি সব পণ্যে ন্যূনতম ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন। এছাড়াও তার শাস্তিমূলক পাল্টা শুল্কের কারণে বিশ্বের সর্ববৃহৎ পণ্য সরবরাহকারী দেশ চীনকে এখন বিশ্বের সর্ববৃহৎ ক্রেতা যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে সবমিলিয়ে ৫৪ শতাংশ শুল্ক দিতে হবে।
একইভাবে ইউরোপীয় ইউনিয়ন, ভারতসহ অনেক দেশের ওপর ভিত্তি ১০ শতাংশের চেয়েও বেশি শুল্ক আরোপ হয়েছে। কিন্তু সেই শাস্তিমূলক শুল্কের তালিকায় দেখা যাচ্ছে না রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ আর কিউবাকে।
কেন? হোয়াইট হাউজ বলছে, নিষেধাজ্ঞার কারণে এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বলার মতো কোনো বাণিজ্যই নেই, তাহলে শুল্ক বসবে কীসে?
যদিও রাজনৈতিক ভাষ্যকাররা এই যুক্তি মানতে নারাজ। তারা বলছেন, বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ রাশিয়াকে তালিকার বাইরে রাখায় মনে হচ্ছে ট্রাম্প তার বন্ধুখ্যাত পুতিনকে খাতির করেছেন।
হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট অ্যাক্সিওসকে বলেছেন, রাশিয়া তালিকায় নেই কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলোর ফলে দেশটির সঙ্গে ‘সব ধরনের গুরুত্বপূর্ণ বাণিজ্য আগেই বন্ধ হয়ে গেছে’।
সমালোচকদের কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্র এখনও রাশিয়ার সঙ্গে এমন কয়েকটি দেশের তুলনায় বেশি বাণিজ্য করে, যেগুলো ট্রাম্পের নতুন শুল্ক তালিকায় রয়েছে, যেমন মরিশাস ও ব্রুনেই।
কেবল রাশিয়াই নয়, তালিকায় নেই বেলারুশ, কিউবা ও উত্তর কোরিয়াও। লেভিট বলছেন, এ দেশগুলোর ওপর এখনই যত নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আছে, তাতে তাদের পণ্যে শুল্ক এমনিতেই অনেক অনেক বেশি পড়বে।
হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞার কারণে এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য এতটাই কম যে আলাদা করে শুল্ক আরোপ অর্থহীন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য অনুসারে, ২০২১ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৩৫ বিলিয়ন ডলারের বেশি, কিন্তু ২০২৪ সালে তা কমে মাত্র ৩.৫ বিলিয়ন ডলারে নেমে আসে।
ট্রাম্পের বুধবারের তালিকায় কানাডা আর মেক্সিকোও নেই। এর কারণ মার্কিন প্রেসিডেন্ট আগেই এই দুই দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে বসে আছেন।