এই দুর্ঘটনার ক্ষেত্রে খারাপ আবহাওয়া একটি ভূমিকা রেখেছে বলে কর্মকর্তরা জানিয়েছেন।
Published : 04 Jan 2025, 06:37 PM
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গিরিসঙ্কটে পড়ে তিন সেনা নিহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় দুপুর প্রায় ২টা ৩০ মিনিটের দিকে উত্তরাঞ্চলীয় বানদিপোড়া জেলার সাক পায়েন এলাকায় ঘটনাটি ঘটেছে।
এই দুর্ঘটনার ক্ষেত্রে খারাপ আবহাওয়া একটি ভূমিকা রেখেছে বলে কর্মকর্তরা জানিয়েছেন, খবর ভারতীয় গণমাধ্যমের।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, “ঝড়ো আবহাওয়ার মধ্য দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে ভারতীয় সেনাবাহিনীর একটি যান পিছলে গিরিসঙ্কটে পড়ে যায়। স্থানীয় কাশ্মীরিদের সহায়তায় আহত সেনাদের দ্রুত উদ্ধার করে হাসপতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। কিন্তু দুঃখজনকভাবে এই শোচনীয় দুর্ঘটনায় তিন সেনা প্রাণহারিয়েছেন।”
দুর্ঘটনার পর স্থানীয় কাশ্মীরিরা উদ্ধারকাজে সহায়তা করায় ভারতীয় সেনাবাহিনী তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
গত মাসে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একই ধরনের দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সেনা নিহত ও আরও পাঁচজন আহত হয়েছিলেন। তাদের বহনকারী ট্রাকটিও পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে পানিতে ডুবে গিয়েছিল।