ক্রাইমিয়া উপদ্বীপে ইউক্রেইনের ৩৮টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

রুশ কর্মকর্তারা বলেছেন এই ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2024, 12:44 PM
Updated : 3 March 2024, 12:44 PM

২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপে ইউক্রেইনের ড্রোন হামলার খবরের পর ৩৮টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন রুশ কর্মকর্তারা।

অনলাইনে পোস্ট করা ভিডিওতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফিওডোসিয়া নগরীতে একটি তেল ডিপো এলাকার কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

রুশ কর্মকর্তারা বলেছেন ৩৮ টি ড্রোন গুলি করে ভূপাতিতকরা হয়েছে। ক্রাইমিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী কের্চ সেতু সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

ইউক্রেইন এর মিত্রদেরকে অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানাতে থাকার মধ্যেই এই হামলা হল।

কিইভ পশ্চিমাদের তৈরি অস্ত্র দিয়ে লড়াইয়ে টিকে থাকার চেষ্টায় হিমশিম খাওয়ার মধ্যে রুশ সেনারা অগ্রগতি অর্জন করছে। গতমাসের রাশিয়া আভদিভকা শহরের দখল নিয়েছে।

বিবিসি জানায়, শনিবার রাশিয়ার একটি ড্রোন ইউক্রেইনের ওডেসা নগরীর কাছে একটি ব্লকের ফ্ল্যাটগুলোতে আঘাত হানে। এতে ৪ মাস বয়সী এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়।

রোববার রাশিয়া দক্ষিণের খেরসন নগরীতে হামলায় চালায়। এতে একজন নিহত হয় বলে ইউক্রেইনের কর্মকর্তারা জানিয়েছেন।

এরপরই পাল্টা জবাবে ইউক্রেইন রাশিয়ার বিভিন্ন স্থানে বিশেষ করে তেল ক্ষেত্রগুলোতে হামলা শুরু করে।

ক্রাইমিয়ায় রাশিয়ার বিমানঘাঁটি, প্রশিক্ষণকেন্দ্র এবং কৃষ্ণসাগরে নৌবহর থাকায় এই উপদ্বীপটি ইউক্রেইনের হামলার নিশানা হয়েছে।