স্থানীয় কর্মকর্তারা গাড়ি হামলার এ ঘটনায় প্রাথমিকভাবে দুইজন নিহত হয়েছেন জানিয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন।
Published : 21 Dec 2024, 11:02 AM
জার্মানির মধ্যাঞ্চলীয় শহর মাগদেবুর্গে ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যুর সংখ্যা বেড়ে শনিবার পাঁচজনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, এ ঘটনায় ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সাক্সনি-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগদেবুর্গে গাড়ির হামলার এ ঘটনাটি ঘটে। খ্রিস্টীয় বড়দিনের উৎসবকে সামনে রেখে কেনাকাটা করতে বহু মানুষ তখন মার্কেটটিতে জড়ো হয়েছিলেন।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে হতাহতদের প্রতি সমবেদনা জানানোর পর শনিবার স্থানীয় সময় বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাইজারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাবেক পূর্ব জার্মানির অংশ মাগদেবুর্গের একটি গির্জায় নিহতদের সম্মানে তিনি একটি সাদা গোলাপ অর্পণ করেন। এ সময় তিনি বলেন, “এমন নৃশংসভাবে এতে মানুষকে আহত ও হত্যা, কী ভয়ানক ঘটনা। আমরা এখন জানলাম যে ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। প্রায় ৪০ জন এতো গুরুতরভাবে আহত হয়েছেন যে আমরা তাদের নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হতে বাধ্য।”
জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, এ ঘটনায় আহতদের মধ্যে ৪১ জনের অবস্থা সঙ্কটজনক, গুরুতর আহত ৮৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর আরও ৭৮ জন সামান্য আঘাত পেয়েছেন।
রয়টার্স জানায়, ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে নিয়েছেন সন্দেহে এক সৌদি চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।
সাক্সনি-আনহাল্ট রাজ্যের প্রধান রাইনার হাজেলহফ বলেন, “নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। বার্লিন থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে রাজ্যের রাজধানী মাগদেবুর্গে ঘটনাটি ঘটেছে।”
ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে আগামী ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী প্রচারণায় অভিবাসন ও নিরাপত্তা নিয়ে তীব্র বিতর্ক চলছে। নির্বাচনপূর্ব জরিপগুলোতে অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থিরা এগিয়ে রয়েছে। এর মধ্যেই এমন একটি হামলার ঘটনা ঘটলো।
প্রাথমিকভাবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, গাড়ি হামলার এ ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে তখনই সতর্ক করেছিলেন তারা।
রয়টার্স জানায়, বিল্ডের দেওয়া হতাহতের সংখ্যার বিষয়ে মন্তব্য জানার জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জার্মানির কর্তৃপক্ষ গ্রেপ্তার ৫০ বছর বয়সী ওই সৌদি চিকিৎসকের বিষয়ে তদন্ত করে দেখছে। তিনি প্রায় দুই দশক ধরে জার্মানিতে বসবাস করছেন। গত রাতেই পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়েছে।
পুলিশ এখনও তার নাম প্রকাশ করেনি এবং এ হামলার উদ্দেশ্যও অজানা রয়ে গেছে। তবে জার্মানির গণমাধ্যম তার নাম ‘তালেব এ’ বলে উল্লেখ করেছে।
সৌদি আরবের এক সূত্র রয়টার্সকে বলেছে, এই হামলাকারী সামাজিক মাধ্যম এক্স এ নিজের অ্যাকাউন্টে কট্টরপন্থি মনোভাব প্রকাশ করে কিছু পোস্ট দিয়েছিল যেগুলো শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি ছিল, ওই সময় সৌদি আরব জার্মানির কর্তৃপক্ষকে তার বিষয়ে সতর্ক করেছিল।
গাড়ি চাপায় হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জার্মানির সংবাদ ওয়েবসাইট ডেয়ার স্পিগেল জানায়, সন্দেহভাজন চরম ডানপন্থি আল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) পার্টির প্রতি সহানুভূতিশীল। তবে তারা কোথা থেকে এ খবর পেয়েছে তা জানায়নি।
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা চলমান তদন্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
জার্মানির এফএজেড সংবাদপত্র জানায়, তারা ২০১৯ সালে ‘তালেব এ’-র একটি সাক্ষাৎকার নিয়েছিল। সংবাদপত্রটি ‘তালেব’কে ইসলামবিরোধী অ্যাক্টিভিস্ট বলে বর্ণনা করেছে।
সংবাদপত্রটির দেওয়া উদ্ধৃতিতে ‘তালেব’ বলেছেন, “আমার মতো লোক যাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু যারা আর বিশ্বাসী নন, তাদের এখানকার মুসলিমরা বুঝতেও পারে না সহ্য করতেও পারে না। আমি ইতিহাসের সবচেয়ে আগ্রাসী ইসলাম সমালোচক। তোমরা যদি আমাকে বিশ্বাস না কর, আরবদের জিজ্ঞেস কর।”
স্থানীয় সম্প্রচারমাধ্যম এমডিআর জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী জার্মান কর্তৃপক্ষের কাছে ইসলামপন্থি হিসেবে পরিচিত ছিলেন না।
জার্মানির পার্লামেন্টের এক নেতৃস্থানীয় সোশ্যাল ডেমোক্র্যাট আইনপ্রণেতা ‘ঝাঁপিয়ে পড়ে’ কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক করে বলেছেন, এই হামলাকারীর কোনো ইসলামিক উদ্দেশ্য ছিল না বলে ধারণা পাওয়া যাচ্ছে।
স্থানীয় এক সংবাদপত্রকে তিনি বলেন, “এখন আমাদের তদন্তের জন্য অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল ঘটনা তার থেকে আলাদা বলে মনে হচ্ছে।”
সম্প্রচারমাধ্যম এমডিআর জানিয়েছে, ঘটনার পর পুলিশ সম্ভাব্য বিস্ফোরক ডিভাইসের সন্ধানে গাড়িটি ঘিরে আশপাশের এলাকা খালি করে ফেলে। কিন্তু এ ধরনের কোনো ডিভাইস পাওয়া যায়নি।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার শলৎসের সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মিত্র ধনকুবের ইলন মাস্ক।
আক্রান্ত মার্কেটের উপর থেকে ধারণ করা একটি ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। তাতে দেখা যায়, বাজারের দুই সারির স্টলের মাঝখানে ভিড়ের মধ্য দিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। চাপা পড়া লোকজন মাটিতে লুটিয়ে পড়ছেন।
আট বছর আগে বার্লিনের এক ক্রিসমাস মার্কেটে এক হামলাকারীর ট্রাকচাপায় ১২ জন নিহত হয়েছিলেন।