এই এক্সচেঞ্জ প্রোগ্রমের আওতায় যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে এক সেমিস্টারের জন্য পড়ার সুযোগ পেয়ে আসছিল পাকিস্তানের শিক্ষার্থীরা।
Published : 09 Apr 2025, 05:55 PM
পাকিস্তানে ১৫ বছর পর গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রাম বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের এডুকেশনাল ফাউন্ডেশন ইন পাকিস্তান (ইউএসইএফপি)।
মঙ্গলবার ইউএসইএফপি এক বিবৃতিতে এই কর্মসূচি বন্ধের কথা জানায়।
এতে বলা হয়, “আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সাফল্যের সঙ্গে ১৫ টি বছর পর পেরোনোর পর পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য দ্য গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট এক্সচেঞ্জ (গ্লোবাল ইউগ্রেড) প্রোগ্রাম সমাপ্ত হয়েছে।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় ইউএসইএফপি-কে জানিয়েছে, গ্লোবাল ইউগ্রেড পাকিস্তান প্রোগ্রাম আর চালানো হবে না। আমরা বুঝতে পারছি এই খবর হতাশাজনক, বিশেষ করে যারা এবছর এই প্রোগ্রামের জন্য আবেদন করেছে এবং পড়াশুনার সুযোগের অপেক্ষায় আছে তাদের জন্য।”
ইউএসইএফপি পরিচালিত এই সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রমের আওতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশটির কোনও বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে স্নাতক পর্যায়ে এক সেমিস্টারের জন্য পড়াশোনার সুযোগ পেয়ে আসছিল পাকিস্তানের শিক্ষার্থীরা।
ফুল ফ্রি বৃত্তি গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের লক্ষ্য হল: বিভিন্ন দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় করানো, মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময়, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া অভিজ্ঞতা এবং কমিউনিটিভিত্তিক কাজের অভিজ্ঞতা দেওয়া, নেতৃত্বে দক্ষ করে তোলা।
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে গ্লোবাল ইউগ্রেড পাকিস্তান প্রোগ্রাম চালু হয়েছিল ২০১০ সালে। আর ১৯৫০ সালে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান সরকার মিলে প্রতিষ্ঠা করেছিল দ্বি-জাতি কমিশন ইউএস এডুকেশনাল ফাউন্ডেশন ইন পাকিস্তান (ইউএসইএফপি)।
লক্ষ্য ছিল, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বোঝাপড়ার উন্নয়ন ঘটানো। প্রোগ্রামটির সফলতা নিয়ে গর্ব করেছে ইউএসইএফপি।
কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক উন্নয়ন ও সহায়তা কর্মসূচি বন্ধের ধাক্কাতেই পাকিস্তানে বন্ধ হল এই সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রে পড়ার আশায় থাকা পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য এ এক বড় ধাক্কা।
সূত্র: দ্য ডন।