সুইডেনের রয়্যাল অ্যাকাডেমি অব সায়েন্সেস বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি; আরও কয়েক ঘণ্টা বাকি।
Published : 05 Oct 2023, 07:58 PM
এ বছর রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগেই বুধবার ‘ভুলবশত’ তিনজন বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে নোবেল কমিটি।
এ ঘটনার পর সুইডেনের রয়্যাল অ্যাকাডেমি অব সায়েন্সেস চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি; আরও কয়েক ঘণ্টা বাকি।
সুইডেনের স্থানীয় পত্রিকা ডেইলি ডেগেনস নাইহেটার (ডিএন) জানায়, রয়্যাল অ্যাকাডেমি অব সায়েন্সেস এক ইমেইলে লিখেছে, “২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোয়ান্টম ডটস, ন্যানো পার্টিকলের আবিষ্কার ও উন্নয়নে। এগুলো এতটাই ক্ষুদ্র যে তাদের আকার তাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে।”
রয়টার্স জানিয়েছে, পুরস্কারের বিজয়ী হিসেবে তিনজনের নামও প্রকাশ করা হয়েছে সেখানে। তারা হলেন- মুঙ্গি জি বাওয়েন্ডি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমভ।
তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে রসায়নে নোবেল কমিটি অ্যাকাডেমির সভাপতি জোহান অ্যাকভিস্ট বলেন, তাদের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।
“রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস ভুল করে এটা করেছে। আমাদের মিটিং শুরু হবে সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় বেলা দেড়টা)। তাই এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিজয়ীদের এখনও চূড়ান্ত করা হয়নি।”
বুধবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিট) রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করবে কর্তৃপক্ষ। শতাব্দী পুরনো এই পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (৯ লাখ ৯০ হাজার ১৯ ডলার)।
[সংবাদটি প্রথমে ফেইসবুকে প্রকাশিত হয়েছে ৪ অক্টোবর ২০২৩ তারিখে