সামরিক এক মুখপাত্র বলেছেন, ভারি গোলাবর্ষণের মুখে সেনারা সরে গিয়ে উত্তর-পূর্বাঞ্চলের দুটো এলাকায় ‘আরও সুবিধাজনক অবস্থান’ নিয়েছে।
Published : 15 May 2024, 06:17 PM
রুশ বাহিনীর হামলার মুখে খারকিভের সীমান্ত এলাকার কয়েকটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিয়েছে ইউক্রেইন।
সামরিক এক মুখপাত্র বলেছেন, ভারি গোলাবর্ষণের মুখে সেনারা সরে গিয়ে উত্তর-পূর্বাঞ্চলের দুটো এলাকায় ‘আরও সুবিধাজনক অবস্থান’ নিয়েছে। ভোভচানস্ক এবং লিকিয়ান্তসি থেকেও ইউক্রেইনের সেনারা সরে গেছে।
শত্রুদের গোলাবর্ষণ ও অভিযানের পর সেনাদের জীবন রক্ষা ও ক্ষয়ক্ষতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের ওিই সামরিক মুখপাত্র। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, রুশ সেনারা ভোভচানস্ক শহরের সম্মুখসারিতে অবস্থান নিয়েছে।
ভোভচানস্ক এর পুলিশ প্রধান ওলেক্সি বলেন, “পরিস্থিতি খুবই কঠিন। শত্রুসেনারা ভোভচানস্ক শহরের রাস্তায় রাস্তায় অবস্থান নিয়েছে।”
সীমান্ত এলাকায় রাশিয়ার নতুন আগ্রাসন মোকাবেলায় ইউক্রেইনের সেনারা সংগ্রাম করছে। সেখানকার কয়েকটি শহর এবং গ্রামে ভারি রুশ গোলাবর্ষণ চলছে। এ পরিস্থিতিতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকটি বিদেশ সফর বাতিল করেছেন।
মস্কো খারকিভ অঞ্চলের লুকিয়ানৎস্কি এবং হলিবোক এলাকা দখলে নিয়ে নেওয়ার দাবি করেছে। জাপোরিজিয়াতেও একটি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে তারা।
তবে রাশিয়ার এই দাবির ব্যাপারে ইউক্রেইন এখনও কোনও মন্তব্য করেনি।
সম্প্রতি কয়েকদিনে ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম খারকিভ নগরী এবং এর ৪৫ মাইল দূরের ভোভচানস্ক শহর থেকে কয়েক হাজার মানুষ পশ্চিমাঞ্চলে পালিয়ে গেছে।
রাশিয়া খারকিভের কাছে সীমান্ত এলাকায় গত শুক্রবার থেকে আকষ্মিক হামলা শুরুর পর থেকে কিইভ ওই অঞ্চলে আরও বেশি সেনা পাঠিয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয় থেকে বুধবার বলা হয়েছে, “অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং রিজার্ভ সেনাও রয়েছে।”