মোবাইল, কম্পিউটার ও সেমিকন্ডাকটরের মতো পণ্যে এর আগে ছাড় দেওয়ার কথা বলা হলেও রোববার তা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
Published : 15 Apr 2025, 12:00 AM
চীনের তৈরি স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিকস পণ্যে কোনও শুল্ক ছাড় দেওয়া হচ্ছে না। এগুলোকে কেবল অন্য এক শুল্কনীতির আওতায় আনা হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
অথচ মোবাইল, কম্পিউটার ও সেমিকন্ডাকটরের মতো পণ্য চীন থেকে আমদানি করা হলেও নতুন উচ্চহারের শুল্ক কার্যকর হবে না বলে গত শনিবারই জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রের কাস্টমস নোটিসে।
কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যেই ট্র্রাম্প সম্পূর্ণ উল্টো কথা বললেন। এমনকি ওইসব পণ্যের উপর যে, শুল্কছাড় ঘোষণা করা হয়েছিল তাও রোববার অস্বীকার করেছেন ট্রাম্প।
ট্রুথ স্যোশালে ট্রাম্প দাবি করেছেন, কোনও পণ্যেই শুল্ক ছাড়ের কথা ঘোষণা করা হয়নি। এ ধরনের নোটিসের খবর ভুয়া বলে উল্লেখ করেছেন তিনি।
রোববার মার্কিন কর্মকর্তারা জানান, এই পণ্যগুলো ‘সেমিকন্ডাক্টর শুল্ক’-এর আওতায় পড়বে। ট্রাম্প এ বিষয়ে বিস্তারিত ঘোষণা শিগগিরই দেবেন বলে আশা প্রকাশ করেন তারা।
সেমিকন্ডাক্টর-সহ বৈদ্যুতিক পণ্যের সব উৎসই জাতীয় সুরক্ষার স্বার্থে তদন্ত করে দেখা হবে জানিয়ে ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন,আগামী জাতীয় নিরাপত্তা শুল্ক তদন্তের অংশ হিসেবে আমরা সেমিকন্ডাক্টর এবং পুরো ইলেকট্রনিকস সাপ্লাই চেইনের ওপর নজর দিচ্ছি।
ওদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড বলেছেন, আমাদের ওষুধ, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিকস পণ্য যুক্তরাষ্ট্রেই তৈরি হওয়া উচিত। সেমিকন্ডাক্টর পণ্যে নতুন শুল্ক যুক্ত হবে আগের বিশ্বব্যাপী শুল্কের সঙ্গে, যা, কিছুদিন আগে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।