অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে। জরুরি অবস্থা জারি করেছে মিসিসিপি রাজ্য সরকার।
Published : 26 Mar 2023, 07:26 PM
যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে শক্তিশালী টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। কিছু শহরে উপড়ে পড়া গাছ এবং ধসে পড়া ভবনে বহু মানুষ চাপা পড়েছে।
অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চলছে। জরুরি অবস্থা জারি করেছে মিসিসিপি রাজ্য সরকার।
টর্নেডোটি ১০০ মাইলের বেশি পথ চলেছে এবং চলার পথে তার তাণ্ডবের চিহ্ন রেখে গেছে।
ঝড়ে রোলিং ফরক শহরটি প্রায় পুরোই ধ্বংস হয়ে গেছে। শহরটির এক অধিবাসী বিবিসি-কে বলেছেন, তার ভাগ্য ভাল যে, তিনি বাথটাবে আশ্রয় নিয়ে বেঁচে গেছেন।
ঝড় যে পথ দিয়ে গেছে সেপথে সবকিছুই লন্ডভণ্ড হয়ে গেছে। টর্নেডো গত শুক্রবার মধ্যরাতে আঘাত হানে। সে সময় লোকজন সব ঘুমাচ্ছিল। সেকারণে সতর্কবার্তাও শোনেনি কেউ।
মিসিসিপি রাজ্য গভর্নর ট্যাট রিভস শনিবার সিলভার সিটি এবং উইনোনায় টর্নেডোয় ক্ষতিগ্রস্ত অধিবাসীদের দেখতে যান।
টুইটারে টর্নেডো পরবর্তী পরিস্থিতির কথা জানিয়ে গভর্নর লেখেন, পরিস্থিতি মর্মান্তিক। দয়া করে প্রার্থনা করুন। দুর্গত ওই অঞ্চলকে দ্রুত বিপর্যয় এলাকা ঘোষণার অনুরোধ জানান তিনি।
মিসিসিপিতে অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা চলতে থাকার মধেই অ্যালাবামা এবং জর্জিয়ার কিছু অংশে রোববার আরও ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
টর্নেডো বিধ্বস্ত মিসিসিপির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মিসিসিপি থেকে আসা ধ্বংসযজ্ঞের ছবিগুলোকে তিনি ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়েছেন।