সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক দখলের কয়েকঘন্টা পরই রাশিয়া প্রথম এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ করে সিরিয়া ছেড়েছেন। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু তারা জানায়নি।
Published : 08 Dec 2024, 06:56 PM
বিদ্রোহীদের বিদ্যুৎগতির আক্রমণের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যদিও পালাননি তার প্রধানমন্ত্রী। বিদ্রোহীদের সঙ্গে এরই মধ্যে হাত মিলিয়ে তিনি ক্ষমতা হস্তান্তরেও রাজি হয়েছেন। আসাদের দুই যুগের শাসনাবসানে সিরিয়াবাসী উল্লাস করছে।
ওদিকে, দেশ ছেড়ে প্রেসিডেন্ট আসাদ কোথায় গেলেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তিনি কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয়। তার অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
প্রাথমিকভাবে বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢোকার সময়ই ব্যক্তিগত উড়োজাহাজে করে আসাদের সিরিয়া ছাড়ার খবর মিলেছিল। সিরিয়া সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছিল, আসাদ রোববার সকালে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ছেড়েছেন।
পরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসাদ এখন সম্ভবত দেশের বাইরে। কিন্তু আসাদ কোথায় থাকতে পারেন তা তিনি জানাননি। আবার একইভাবে আসাদ আবুধাবিতে আশ্রয় পাওয়ার চেষ্টা করেছেন কিনা সেটি নিশ্চিত বা অস্বীকার কোনওটিই করেননি সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ এক কূটনীতিক।
কেবল আসাদই নয়, তার স্ত্রী এবং দুই সন্তান কোথায় আছে সেটিও এখনও অজানা। তবে সিরিয়া ছাড়ার পর ইরান কিংবা রাশিয়ায় যাওয়া ছাড়া আসাদের বিকল্প নেই এমনটিই ধারণা করা হচ্ছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক দখলের কয়েকঘন্টা পরই বাশার আল-আসাদের মিত্র রাশিয়া জানায়, তিনি পদত্যাগ করে সিরিয়া ছেড়ে চলে গেছেন। এর চেয়ে আর বেশিকিছু জানায়নি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।
তবে রাশিয়াই আসাদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রথম এমন আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও (এসওএইচআর) এক খবরে জানিয়েছিল, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে একটি উড়োজাহাজ। তাকে আসাদ ছিলেন বলেই ধারণা তাদের।
এসওএইচআর এর প্রতিষ্ঠাতা রমি আব্দুল রহমান বলেন, উড়োজাহাজটি শনিবার রাতে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটরাডার ২৪ ওয়েবসাইটে ওইসময় কোনও উড়োজাহাজের উড্ডয়নের রেকর্ড নেই।
তবে রোববার সকালের দিকে শাম উইংস এয়ারলাইন্সের এ৩২০ এয়ারবাসের একটি ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশে ছেড়ে গেছে।
উড়োজাহাজটি সময়মত শারজাহ পৌঁছেছে। তবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, আসাদ সেখানে গেছেন কিনা তা তিনি জানেন না।
.
রয়টার্সকে সিরিয়ার ঊধ্র্বতন দুই সামরিক কর্মকর্তা জানান, আসাদকে বহনকারী উড়োজাহাজ রোববার সকালে দামেস্ক বিমানবন্দর ছেড়েছে। তারা সিরিয়ার ইলিউশিন আইএল৭৬টি কার্গো উড়োজাহাজের বিমানবন্দর ছাড়ার কথা জানান।
ফ্লাইটরাডার২৪ এর তথ্যমতে, উড়োজাহাজটি প্রথমে দামেস্ক থেকে পূর্বের দিকে উড়ে যায়। এরপর ঘুরে যায় উত্তরপশ্চিম দিকে ভূমধ্যসাগর অভিমুখে। যেদিকে আছে আসাদের নিজ আলাউইত সম্প্রদায় এবং রাশিয়ার নৌ ও বিমান ঘাঁটি।
ফ্লাইটরাডার২৪ এক্সে এক পোস্টে বলেছে, উড়োজাহাজটি পুরোনো এবং এর ট্রান্সপন্ডার পুরোনো হওয়ায় কিছু ডাটা ভালমত পাওয়া যায়নি এবং খোয়া গেছে।