রাজধানী এথেন্স থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে পেলোপনিস উপদ্বীপের সমুদ্রতীরবর্তী শহর সিলোক্যাস্ত্রোর কাছে দাবানলের সূত্রপাত হয়।
Published : 30 Sep 2024, 02:12 PM
গ্রিসের মধ্যাঞ্চলীয় করিন্থের রুক্ষ পার্বত্য এলাকায় প্রবল বাতাসে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়া দাবানলে দুইজনের মৃত্যু হয়েছে, জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার রাজধানী এথেন্স থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে পেলোপনিস উপদ্বীপের সমুদ্রতীরবর্তী শহর সিলোক্যাস্ত্রোর কাছে দাবানলের সূত্রপাত হয়।
রয়টার্স জানায়, দাবানলের কারণে নিকটবর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। শত শত দমকল কর্মী নয়টি আকাশযানের সহায়তা নিয়ে দাবানলের বিরুদ্ধে লড়াই করছেন।
গ্রিস পুলিশের মুখপাত্র কনস্তানদিনা দিমোগ্লিদু সোমবার জানান, যে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়েছে সেগুলো মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া পরিচয় শনাক্ত করা সম্ভব হবে না।
গ্রিসের নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দমকল বাহিনী ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।
গ্রিস তাদের রেকর্ডের সবচেয়ে উষ্ণ শীত পার করার পর উষ্ণতম গ্রীষ্ম পার করেছে। পুরো গ্রীষ্মজুড়েই দেশটির বিশাল এলাকা প্রায় বৃষ্টিবিহীন ছিল।