পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় শহর জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Published : 01 Apr 2024, 10:27 AM
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঝড়ে রাজ্যটির উত্তরাঞ্চলীয় জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার বিকালের এ ঝড়বৃষ্টিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ধসে পড়েছে, গাছ উপড়ে পড়েছে, গাছ পড়ে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের ভিডিওতে ক্ষয়ক্ষতির ব্যাপক চিত্র দেখা গেছে।
জলপাইগুড়ির জেলা প্রশাসক শামা পারভীন জানিয়েছেন, ঝড়ে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে স্থানীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা ঝড়ে পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে দুইজন জলপাইগুড়ির ও দুইজন ময়নাগুড়ির।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
জলপাইগুড়ির পার্শ্ববর্তী কোচবিচার ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকাও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোববার রাতেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখতে যান। রাজ্য সরকার হতাহতদের আর্থিক ক্ষতিপূরণ দেবে বলে সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে জানিয়েছেন তিনি।
#WATCH | Rain and hailstorms hit several parts of West Bengal's Jalpaiguri causing damage to houses, buildings and crops.
Four people have lost their lives and over 100 others are injured in the cyclone incident: Jalpaiguri SP pic.twitter.com/vPMPa8PYVO
— ANI (@ANI) March 31, 2024