মহারাষ্ট্রের পুনের কাছে এমিরেটসের একটি উড়োজাহাজের সঙ্গে আচমকা পাখিগুলোর সঙ্গে ধাক্কা লাগে।
Published : 22 May 2024, 10:17 PM
ভারতের মুম্বাইয়ে উড়োজাহাজের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ৩৯ টি ফ্লেমিংগো পাখির।
সোমবার রাতের দিকে আকাশে উড়ে যাচ্ছিল ফ্লেমিংগো পাখির ঝাঁক। সে সময় মহারাষ্ট্রের পুনের কাছে আচমকা পাখিগুলোর সঙ্গে ধাক্কা লাগে একটি উড়োজাহাজের।
ঘাটকোপারের পন্তনগরের লক্ষ্মী নগর এলাকায় এমিরেটসের একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা খায় পাখিগুলো। এতে উড়োহাহাজেরও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ফ্লাইটটিতে ৩০০ জনের বেশি আরোহী ছিল। তবে পাখির সঙ্গে ধাক্কার পর উড়োজাহাজটি মুম্বাই বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করেছে বলে জানিয়েছে বিবিসি।
কর্মকর্তারা বলছেন, পাখিগুলো তাদের স্বাভাবিক পথ থেকে সরে গিয়ে ফ্লাইটের রুটে চলে এসেছিল কিনা তা স্পষ্ট নয়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বন কর্মকর্তা অমল ভগবত বলেছেন, “সোমবার গভীর রাতে প্রায় ২৯ টি পাখিকে মৃত পাওয়া যায়। মঙ্গলবার সকালে পাওয়া গেছে আরও ১০ টি মৃত পাখি।”
মুম্বাই ও নাভি মুম্বইয়ের উপকূল বরাবর জলাভূমি ফ্ল্যামিংগোদের আবাসস্থল হিসেবে সুপরিচিত। পরিযায়ী পাখিরা ডিসেম্বরের দিকে এ উপকূলে আসে এবং মার্চ এবং এপ্রিল পর্যন্ত দেখা যায়।
এ সময় স্থানীয়দের অনেকেই ফ্লেমিঙ্গোদের ঝাঁক দেখতে উপকূলে ভিড় করেন। পাখিদের ছবি তোলেন তারা।
উড়োজাহাজের ধাক্কায় একঝাঁক ফ্লেমিঙ্গোর মৃত্যুতে ক্ষোভ দেখা দিয়েছে। পরিবেশবাদীরা এ ঘটনার জন্য মাত্রাতিরিক্ত নির্মাণকাজকে দায়ী করেছেন।
এনজিও বনশক্তির পরিবেশবিদ ডি স্টালিন বলেন, “এনআরআই কমপ্লেক্স এলাকার জলাভূমি এবং টিএস চাণক্য হ্রদগুলো ফ্লেমিংগো পাখিদের আস্তানা। গত মাস থেকেই সেখানে পাখিগুলোকে ক্রমাগত উত্যক্ত করার ঘটনা সামনে আসছে। ওই এলাকায় নির্মাণ কাজ শুরু করতে অনেক সময় পাখিগুলোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।”