রাজধানীর পোর্ট-অ-প্রিন্সে এই হাসপাতালটি পুনরায় চালুর ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হামলা হয়।
Published : 25 Dec 2024, 05:57 PM
হাইতির সবচেয়ে বড় সরকারি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় দুই সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
দেশটির রাজধানীর পোর্ট-অ-প্রিন্সে এই হাসপাতালটি পুনরায় চালুর ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হামলা হয়।
এ সময় সংবাদ সম্মেলনে চিকিৎসাকর্মীসহ পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মঙ্গলবারের এ হামলায় আরও অনেকে আহতও হয়েছেন।
বিবিসি লিখেছে, অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে ভবনের ভেতরে বেশ কয়েকজনকে আহত বা মৃত অবস্থায় দেখা গেছে।
দীর্ঘদিন ধরে সহিংস গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে ছিল এলাকাটি। তবে জুলাইয়ে সরকার এটি পুনরুদ্ধার করে। মঙ্গলবার বন্দুক হামলা শুরুর সময় স্বাস্থ্যমন্ত্রী লর্থ ব্লেমার আগমনের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা।
সহিংসতার প্রত্যক্ষদর্শী ফটো সাংবাদিক দিউগো আন্দ্রে হাইতিয়ান টাইমস-কে বলেন, “এ এক ভয়ানক অভিজ্ঞতা।”তিনি বলেন, আমার পোশাকে বেশ কয়েকজন আহত সাংবাদিকের রক্ত লেগে আছে।
বিবিসি লিখেছে, ভিভ আনসানাম গ্যাংয়ের সদস্যরাই এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এক ভিডিও বিবৃতিতে হাইতির প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসকে হত্যার পর থেকে হাইতিতে গ্যাং সহিংসতা উল্লেখযোগ্যহারে বেড়েছে।
পোর্ট-অ-প্রিন্সের আনুমানিক ৮৫% এলাকা এখনও গ্যাং নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘ বলছে, শুধু এ বছরই হাইতিতে সহিংসতায় প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে।