প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এ যুদ্ধবিমানের নকশা স্পষ্টতই অত্যাধুনিক। তবে পর্যাপ্ত তথ্য না থাকায় সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
Published : 27 Dec 2024, 04:09 PM
চীনের নতুন ডিজাইনের দুটি যুদ্ধবিমানের অস্পষ্ট ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ যুদ্ধবিমানগুলোর বৈশিষ্ট্য স্টিলথ যুদ্ধবিমানের মতো মনে হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এ যুদ্ধবিমানের নকশা স্পষ্টতই অত্যাধুনিক। তবে পর্যাপ্ত তথ্য না থাকায় সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
দুটি বিমানের নকশাই লেজ বিহীন (টেইল লেস)- অর্থাৎ, এগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়ক কোনও উল্লম্ব স্ট্যাবিলাইজার নেই। এ ধরনের যুদ্ধবিমানের ভারসাম্য সাধারণত কম্পিউটার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
দুটির মধ্যে বড় আকারের যুদ্ধবিমানটি অনেকটা হীরা আকৃতির। এর নকশা ব্যতিক্রমধর্মী। ছোটটি তুলনামূলকভাবে প্রচলিত নকশার, তবে এটিরও লেজ (টেইল) নেই।
উভয় যুদ্ধবিমানের ডিজাইনেই ৯০ ডিগ্রি কোণ নেই। এটি স্টিলথ আকৃতির একটি বৈশিষ্ট্য। রাডারে যাতে সহজে শনাক্ত করা না যায় সেজন্যই এমন নকশা করা হয়।
অস্ট্রেলিয়া ভিত্তিক ‘স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক ইওয়ান গ্রাহাম বলেছেন, চীন সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে। নতুন ডিজাইন দুটি চীনের যুদ্ধবিমান শিল্পের পরীক্ষা-নিরীক্ষা ও উদ্ভাবনী ইচ্ছারই প্রতিফলন।
তিনি বলেন, “এর সুবিধা-অসুবিধা যাই থাকুক না কেন এটি স্পষ্টতই খুবই প্রকৃত নকশা।” তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।