Published : 07 Sep 2016, 06:38 AM
ময়মনসিংহ নগরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র। আমাদের নদ, আমাদের ঐশ্বর্য। ভালোবাসি এই নদ। নদের সাথে বাঁচি। এর স্রোত আমাদের ক্লান্তিকে ধুয়ে নিয়ে যায়। বিভিন্ন ঋতুতে, সকাল-দুপুর-সন্ধ্যায় ব্রহ্মপুত্র বিবিধ রূপে নিজেকে তুলে ধরে, বিবিধ অনুভূতি জাগিয়ে তোলে। কী অপরূপ এই নদ!