সরিষাবাড়ী উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে।
Published : 14 Apr 2025, 06:57 PM
বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন করা হয়েছে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিকদের পাঠানো খবর।
আব্দুল আল সাঈম, জামালপুর:
জেলার সরিষাবাড়ী উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে।
সোমবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যা পৌরসভা, আরাম নগর বাজার ও মহিলা কলেজ মোড় প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল এবং সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চাঁদ মিয়া।
এই আয়োজনে অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
প্রতিবেদকের বয়স: ১৭।
মায়া খাতুন, সিরাজগঞ্জ:
জেলার কামারখন্দ উপজেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে।
সোমবার সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। এরপর বের করা হয় আনন্দ শোভাযাত্রা।
উৎসবের অংশ হিসেবে উপজেলা চত্বরে আয়োজন করা হয় বৈশাখী মেলা। যেখানে ছিল হস্তশিল্প, দেশীয় খাবার, পোশাকসহ নানা ধরনের পণ্যের স্টল।
পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে গান, নৃত্য ও নাটকের মাধ্যমে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে।
ফিলিস্তিনের গাজার শিশুদের করুণ চিত্র ফুটিয়ে তোলার মধ্য দিয়ে শেষ হয় নববর্ষের আয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৪।
মো. সিফাত আল মাহীন, ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পান্তা-ভর্তার আয়োজন করা হয়।
এরপর জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা নিজ নিজ শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়।
সেখান থেকে বের করা হয় মূল শোভাযাত্রা। যা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেখানে লোকসংগীত, কবিতা ও নৃত্য পরিবেশন করা হয়।
এই আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ‘হাড়িভাঙা’ ও ‘রশি টানাটানি’ খেলা।
আগেরদিন অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই নববর্ষের অনুষ্ঠান।
প্রতিবেদকের বয়স: ১৫।