পাশাপাশি ছিল মেহেদি আঁকার আয়োজনও।
Published : 14 Apr 2025, 07:04 PM
বাংলা নতুন বছরকে নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দিনের সূচনা করা হয় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। লাল-সাদা শাড়ি পরা শিক্ষার্থীরা ঢাক-ঢোলের ছন্দে উচ্ছ্বাসভরে অংশ নেয় শোভাযাত্রায়।
এরপর শুরু হয় পান্তা-ইলিশ ও পিঠা উৎসব। যেখানে ছিল পাটিসাপটা, চিতই, নারিকেলের পুলিসহ নানা রকমের পিঠা।
উৎসবের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা আবৃত্তি, গান, নৃত্য ও নাটকের মাধ্যমে তুলে ধরে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য ও ঐতিহ্য।
পাশাপাশি ছিল মেহেদি আঁকার আয়োজনও। শিক্ষার্থীরা একে অপরের হাতে একে দেয় বর্ণিল নকশা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।