বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। বিপরীতে ঘোষিত তফসিল প্রত্যাখান করেছে বিএনপি। আর জাতীয় পার্টি মনে করছে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটা তাদের দায়িত্ব।
দ্রুতই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছেন, কমিশন বসে দিন তারিখ চূড়ান্ত করলেই গণমাধ্যমকে সেটা জানানো হবে।