ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাঁতৈর ইউনিয়নে দুই শতাধিক পরিবারের জীবন চলে হাত পাখা তৈরি করে। বৈশাখ থেকে শুরু করে তিন মাস এখানকার গ্রামগুলোতে চলে এই কর্মযজ্ঞ। আধুনিকায়নের চাপে কোনমতে টিকে আছে এই শিল্প।