ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট ব্যবসা স্টারলিংক ২০২৪ সালের মধ্যে পুঁজিবাজারে নাম লেখাবে –প্রকাশিত এমন খবরকে অস্বীকার করলেন এই বিলিয়নেয়ার উদ্যোক্তা।
মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের অধীনে এই অংশটির সমুদয় সম্পদকে পৃথক করে স্বতন্ত্র অংশে বদলে ফেলার কথা একটি এক্সপোস্টের মাধ্যমে বলেছে ব্লুমবার্গ নিউজ। সেই খবরকে “ভুয়া” বলেই ওই পোস্টে মন্তব্য করেন মাস্ক।
ইতোপূর্বে মাস্ক বলেন, যখন স্টারলিংকের উন্নতি মসৃন ধারণাযোগ্য হওয়ার পরেই তিনি পূঁজিবাজারে কোম্পানিটির নাম লেখাবেন। অন্যদিকে চলতি মাসের শুরুতে রয়টার্সের একটি প্রতিবেদনে উঠে এসেছে, স্টার্টআপটির আয় ও ব্যয় সমানপর্যায়ে বা ব্রেক ইভেনে পৌঁছেছে বলে তিনি জানিয়েছেন ।
পৃথিবীর নিন্ম কক্ষপথে পাঁচ হাজার স্যাটেলাইটের নেটওয়ার্ক তৈরি করা স্টারলিংক এখন বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট কোম্পানি। মেক্সিকোতে ২০২৬ সাল নাগাদ বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে দেশটির সরকারের সঙ্গে বুধবার একটি চুক্তি করেছে কোম্পানিটি।
“আমি বিশ্বাস করি পুঁজিবাজারে স্টারলিংকের নাম লেখাতে মাস্কের সামনের বছর নয়, ২০২৫ বা ২০২৬ সাল পর্যন্ত লেগে যেতে পারে। তিনি কোম্পানিটির আয় স্থিতিশীল বা অনুমানযোগ্য পর্যায়ে আসার অপেক্ষা করছেন।”-- বলেছেন বিনিয়োগ কোম্পানি ফরচুনা ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা এবং সিইও জাস্টাস পারমার।
কোম্পানিটির আইপিও “গোটা স্পেস ইন্ড্রাস্ট্রির জন্য প্রবল শক্তিশালী প্রভাবক হয়ে বাজারে আসবে,” বলেন পারমার।