২০২৬ সাল নাগাদ যুক্তরাজ্যের রাস্তায় দেখা যাবে স্বচালিত গাড়ি

“এ প্রক্রিয়া ধীরগতির…তাই কোম্পানিগুলোর চালু করা ফিচারগুলো কয়েকটি সুনির্দিষ্ট জায়গাতেই ব্যবহার করা যাবে।”

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2023, 10:40 AM
Updated : 29 Dec 2023, 10:40 AM

২০২৬ সাল নাগাদ কিছু কিছু ব্রিটিশ রাস্তায় দেখা যেতে পারে স্বচালিত গাড়ি --এমনই দাবি যুক্তরাজ্যের যোগাযোগ মন্ত্রী মার্ক হার্পারের।

বুধবার দেওয়া বক্তব্যে হার্পার বলেন, এখনও যুক্তরাজ্যের রাস্তায় স্বচালিত প্রযুক্তি ব্যবহারের অনুমতি নেই। তবে, সরকার ‘অটোমেটেড ভেহিকল (এভি)’ বিল নিয়ে পার্লামেন্টে আলোচনা করছে, যার মানে এটি আইনে পরিণত হতে পারে ২০২৪ সালের শেষ নাগাদ।

“২০২৬ সালের শুরুর দিকে কিছু কিছু গাড়িতে ‘সেলফ-ড্রাইভিং’ সক্ষমতা পুরোপুরি চালু হতে পারে।” --বিবিসি রেডিও’কে বলেন হার্পার।

“এ প্রক্রিয়া ধীরগতির…তাই কোম্পানিগুলোর চালু করা ফিচারগুলো কয়েকটি সুনির্দিষ্ট জায়গাতেই ব্যবহার করা যাবে।”

যুক্তরাষ্ট্রে এরইমধ্যে এ প্রযুক্তি ব্যবহারের নমুনা দেখা গেছে। তবে, সমালোচকরা বলছেন, এ প্রযুক্তি ব্যবহারের কারণে ক্যালিফোর্নিয়ার রাস্তায় গাড়ি দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাওয়ার ঝুঁকি আছে। অক্টোবরে একই ধরনের দুর্ঘটনার পর অটোমোবাইল কোম্পানি জেনারেল মোটর্সের স্বচালিত গাড়ি ‘ক্রুজ’ হাইওয়েতে চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন নিয়ন্ত্রকরা।

তবে হার্পার বলছেন, এ প্রযুক্তির সহায়তায় রাস্তার নিরাপত্তা ব্যবস্থায় বড় অগ্রগতি আনার সম্ভাবনা আছে।

“স্বচালিত গাড়ি থেকে প্রযুক্তি, আমি সবই দেখেছি। এগুলোতে জননিরাপত্তার দিকে বিশেষ মনযোগ রাখা হয়েছে।”

নভেম্বরে ঘোষিত বিল অনুসারে, স্বচালিত গাড়ির মাধ্যমে দুর্ঘটনা ঘটলে তার দায় গাড়ির মালিককে নয়, বরং উৎপাদক কোম্পানিকে নিতে হবে। এ ছাড়া, যুক্তরাজ্যের সরকার বলেছে, বিলটি ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ‘এভি’ শিল্পের নিরাপত্তা নিয়েও প্রচারণা চালাবে।