যুক্তরাষ্ট্রের যে অঞ্চলগুলোতে মোবাইল সংযোগ পাওয়া কঠিন, সে এলাকায় স্যাটেলাইট নির্ভর সংযোগ সেবা চালু করতে চায় এ জোট।
Published : 26 Aug 2022, 05:30 PM
স্যাটেলাইট নির্ভর মোবাইল সংযোগ সেবা দিতে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে জোট বেঁধেছে যুক্তরাষ্ট্রের মোবাইল অপারেটর টি-মোবাইল। সরাসরি স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করবে টি-মোবাইলের মোবাইল ফোনগুলো।
দুই প্রতিষ্ঠান নতুন জোটের ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের যে অঞ্চলগুলোতে মোবাইল সংযোগ পাওয়া কঠিন, সে এলাকায় স্যাটেলাইট নির্ভর সংযোগ সেবা চালু করতে চায় এ জোট।
রয়টার্স জানিয়েছে, টি-মোবাইলের বিদ্যমান সেলুলার সেবার পাশাপাশি চালু হবে নতুন সেবাটি। এটি স্টারলিংক স্যাটেলাইট নির্ভর হওয়ায় কোনো নেটওয়ার্ক টাওয়ারের প্রয়োজন হবে না; নেটওয়ার্ক মেলে না এমন অঞ্চল থেকে টেক্সট মেসেজ এবং ইমেজ ফাইল পাঠানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
স্টারলিংক স্যাটেলাইটগুলো টি-মোবাইলের ‘মিড-ব্যান্ড স্পেকট্রাম’ ব্যবহার করে নতুন নেটওয়ার্ক তৈরি করবে বলে জানিয়েছে রয়টার্স। টি-মোবাইলের বর্তমান সেবাগ্রাহকদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোর মধ্যে সিংহভাগ নতুন সেবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন প্রকল্পের অধীনে টেক্সট মেসেজ পাঠানোর সক্ষমতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে ২০২৩ সালের শেষ নাগাদ।
২০১৯ সালে পৃথিবীর কক্ষপথে প্রায় তিন হাজার স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে স্পেসএক্স। স্যাটলাইট নির্ভর ইন্টারনেট সেবার উদীয়মান বাজারে ওয়ানওয়েব এবং অ্যামাজনের প্রজেক্ট কাইপার সরাসরি স্পেসএক্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছে। কিন্তু কক্ষপথে থাকা স্যাটেলাইটের সংখ্যা বিচারে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে আছে স্পেসএক্স।
স্পেসএক্স প্রধান ইলন মাস্কের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আরও বড় অ্যান্টেনা থাকবে পরবর্তী প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইটে। নির্মাধানধীন স্টারশিপ রকেটে করে নতুন স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠাবে স্পেসএক্স।
এ প্রসঙ্গে মাস্ক বলেন, “আমরা একটি বিশেষ অ্যান্টেনা বানাচ্ছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নতুন কোনো মোবাইল ফোন কিনতে হবে না আপনাকে। এখন যে ফোনটি আছে, সেটিই কাজ করবে।”
অন্যদিকে, টি-মোবাইল জানিয়েছে টেক্সট মেসেজ পাঠানোর পরীক্ষা শেষে ভয়েস এবং ডেটা কাভারেজ নিয়ে পরীক্ষা শুরু করবে তারা।