স্থায়ীভাবে ফেইসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার আগে একটি সতর্কবার্তা হলো, ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেললে ফেইসবুকে লগ ইন করার উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাকাউন্টও ধ্বংস হয়ে যাবে।
Published : 21 Apr 2023, 03:07 PM
নিজের সামাজিক অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলা কখনওই সহজ নয়। কারণ এর মধ্যে বেশ কয়েক বছরের ছবি, স্মৃতি ও বিভিন্ন এমন মিম রয়েছে, যেগুলো চাইলেই মুছে ফেলা সম্ভব নয়। আর ফেইসবুক, ইনস্টাগ্রামের মতো মেটা মালিকানাধীন বিভিন্ন সেবার অ্যাকাউন্ট চিরতরে মুছে ফেলা একেবারে সহজ, বিষয়টি এমনও নয়।
এই সকল সেবা একই কোম্পানির মাধ্যমে পরিচালিত হলেও ব্যবহারকারীর মেটা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট মুছে ফেলার কোনো একক কেন্দ্রীভূত উপায় নেই। তবে, ভালো খবর হলো অনেক ক্ষেত্রে এইসব অ্যাকাউন্ট মুছে ফেলা অতীতের চেয়ে সহজ হয়েছে। এই বিষয় নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
ফেইসবুক অ্যাকাউন্ট মুছবেন যেভাবে
স্থায়ীভাবে ফেইসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার আগে একটি সতর্কবার্তা হলো, ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেললে ফেইসবুকে লগ ইন করার উদ্দেশ্যে ব্যবহৃত বিভিন্ন তৃতীয় পক্ষের অ্যাকাউন্টও মুছে যাবে।
কিছু ক্ষেত্রে, ব্যবহারকারী অ্যাপের মধ্যে সমর্থিত বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেগুলো পুনরুদ্ধার করতে পারলেও এর কোনও গ্যারান্টি নেই। ফেইসবুকে লগ ইন করতে ব্যবহারকারী কোন অ্যাপগুলো ও ওয়েবসাইট ব্যবহার করেন, সেটি পর্যালোচনার জন্য নিম্নে উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করলেই চলবে।
অ্যাকাউন্ট মোছার বিষয়য়ে নিশ্চিত হলে, ব্যবহারকারীকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে গিয়ে ‘সেটিংস’ অপশন বাছাই করতে হবে। এর পর নিজের ফেইসবুক সংশ্লিষ্ট তথ্য প্রবেশ করিয়ে ‘ডিঅ্যাকটিভেশন অ্যান্ড ডিলিট’ নামের অপশনে যেতে হবে। পরবর্তীতে ‘ডিলিট অ্যাকাউন্ট’-এ চাপ দিয়ে ‘কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন’ অপশনে প্রবেশ করে সর্বশেষ ‘ডিলিট অ্যাকাউন্ট’ বাটনে চাপ দিতে হবে।
‘ডিলিট’ বাটনে চাপ দেওয়ার পরও ফেইসবুক জানাবে, ব্যবহারকারীর তথ্য পুরোপুরি যাচাইয়ের জন্য প্রায় ৩০ দিন সময় লাগতে পারে। এর মানে দাঁড়ায়, ব্যবহারকারী এই ৩০ দিনের মধ্যে নিজের সিদ্ধান্ত বদলাতে চাইলে এই অ্যাকাউন্ট মোছার অনুরোধ নাকচ করতে পারেন।
কোম্পানির তথ্য বলছে, গোটা অ্যাকাউন্ট মোছার প্রক্রিয়া শেষ করতে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে, এই প্রক্রিয়া চলাকালীন ব্যবহাকারীর প্রোফাইল ও অন্যান্য তথ্য প্ল্যাটফর্মে থাকা অন্য কেউ দেখতে পারবেন না।
ইনস্টাগ্রাম মুছবেন যেভাবে
ইনস্টাগ্রাম মুছতে ব্যবহারকারীকে ‘ডিলিট ইয়োর অ্যাকাউন্ট’ পেইজে প্রবেশ করতে হবে। এতে প্রবেশ করা যাবে নিম্নে উল্লেখিত লিংকের মাধ্যমে: https://www.instagram.com/accounts/remove/request/permanent/ ।
পরবর্তীতে একটি ‘ড্রপ ডাউন’ মেনুতে অ্যাকাউন্ট মোছার কারণ বাছাই করে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে ব্যবহারকারীকে।
ফেইসবুকের মতো ইনস্টাগ্রামও জানাবে, ‘সকল পোস্ট মোছা থেকে শুরু করে অ্যাকাউন্ট মোছার প্রক্রিয়া শেষ হতে ৯০ দিন পর্যন্ত’ সময় লাগতে পারে। তবে, এই সময়ে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর কোনো পোস্ট দেখা যাবে না।
ফেইসবুক মেসেঞ্জার মুছবেন যেভাবে
কেউ ফেইসবুক অ্যাকাউন্ট মুছে ফেললে তার মেসেঞ্জার অ্যাকাউন্টও চিরতরে মুছে যাবে। ফলে, ব্যবহাকারীকে বাড়তি কোনো ধাপও অনুসরণ করতে হবে না।
তবে এই বিষয়টি উল্লেখ করার মতো যে শুধু ফেইসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে সেটি ব্যবহাকারীর মেসেঞ্জার ব্যবহার বা অন্যান্য ব্যবহারকারীর তাকে ওই অ্যাপে খুঁজে পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
আর ফেইসবুক অ্যাকাউন্টের সঙ্গে মেসেঞ্জার অ্যাপের সম্পৃক্ততা না থাকলে, ওই অ্যাপের মাধ্যমেই নিজের অ্যাকাউন্ট মুছতে পারবেন ব্যবহারকারী। আর এটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই কাজ করবে।
নিজের মেসেঞ্জার অ্যাকাউন্ট মুছতে ব্যবহারকারীকে অ্যাপের অ্যাকাউন্ট সেটিংয়ে প্রবেশ করে ‘ডিলিট ইয়োর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন’ অপশনে চাপ দিয়ে নিজের পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে।
হোয়াটসঅ্যাপ মুছবেন যেভাবে
সরাসরি অ্যাপ থেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মোছা যায়। এর জন্য ব্যবহাকারিকে অ্যাপের সেটিংস অপশনে গিয়ে ‘অ্যাকাউন্ট’ নামের অপশনে চাপ দিতে হবে। পরবর্তীতে ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে চাপ দিলে অ্যাপটি ব্যবহারকারীকে নিজের ফোন নাম্বার প্রবেশ করতে বলবে।
ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতোই, এই প্রক্রিয়া শেষ হতে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।