এর আগে ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট’ নামের অলাভজনক সংস্থাটিকে ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়ে একটি চিঠি দিয়েছিলেন এক্সের মালিক ইলন মাস্ক।
Published : 01 Aug 2023, 06:17 PM
সম্প্রতি টুইটার থেকে “এক্স” হিসাবে নাম পরিবর্তন করা সামাজিক প্ল্যাটফর্মটি মামলা করেছে একটি অলাভজনক সংস্থার বিরুদ্ধে।
ঘৃণামূলক বক্তব্য এবং গুজব প্রতিরোধে কাজ করা সংস্থাটি মিথ্যা তথ্যের ভিত্তিতে বিনিয়োগ না করতে প্ররোচিত করেছে বিজ্ঞাপনদাতাদের, এমন অভিযোগ করেছে কোম্পানিটি।
সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ) নামের অলাভজনক সংস্থাটিকে অনির্ধারিত পরিমাণ ক্ষতিপূরণ মামলার হুমকি দিয়ে একটি চিঠি দিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। ইতোপূর্বে এমন খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।
সেই চিঠির প্রতিক্রিয়ায় সিসিডিএইচয়ের আইনজীবিরা এক্সকে অভিযোগ করে বলেন এক্স “উস্কানি, ঘৃণামূলক বক্তব্য এবং অনলাইনের ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে যা যারা আওয়াজ তুলছে তাদেরকেই ভীতি প্রদর্শন করছে।” সেইসঙ্গে তারা আরও বলেন, এক্সের অভিযোগের কোনো ভিত্তি নেই।
সিসিডিএইচয়ের গবেষণায় এসেছে প্ল্যাটফর্মটিতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক পোস্টের সংখ্যা বেড়েছে –বলা হয় গত জুলাইয়ে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে। সেখান থেকেই এই মামলার উৎপত্তি।
"এক গাদা ভুল, বিভ্রান্তিকর এবং পুরনো তথ্য উপাত্ত, যাদের বেশিরভাগই (মাস্কের) টুইটার কেনার অল্প সময় পরের" —এমন দাবি করে সেই প্রতিবেদনটিকে মিথ্যা বলেছেন টুইটারের সিইও লিন্ডা ইয়াকারিনো।
সিসিডিএইচ অনুমতি ব্যাতিত ডেটা আহরণ করেছে যা এক্সয়ের নীতিমালার পরিপন্থী, সোমবার এক ব্লগপোস্টে বলেছে কোম্পানিটি। তার সঙ্গে যোগ করা হয়, প্রমাণ ছাড়াই এক্সকে অভিযুক্ত করা হয়েছে গবেষণাটিতে।