আইওএস১৭’তে ‘গুরুত্বপূর্ণ বাগ সমাধানের পাশাপাশি নিরাপত্তায়’ আপডেট আনা হয়েছে। এর মধ্যে আছে ফোন অতিরিক্ত গরম হওয়ার বিষয়টিও।
Published : 05 Oct 2023, 03:50 PM
আইফোনের সর্বশেষ সংস্করণ অতিরিক্ত গরম হওয়া নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের পরপরই ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেমে নতুন আপডেট এনেছে অ্যাপল।
গত মাসে টাইটেনিয়াম কেসিংওয়ালা আইফোন ১৫ সিরিজ বাজারে এনেছে অ্যাপল। এর ‘প্রো’ ও ‘প্রো ম্যাক্স’ সংস্করণে রয়েছে রয়েছে কাস্টম ‘এ১৭’ চিপ। আর প্রো সংস্করণের হার্ডওয়্যারটি বিশেষভাবে তৈরিই হয়েছে উন্নত মোবাইল গেইমিংয়ের জন্য।
তবে, উন্মোচনের পরপরই ফোনের ব্যাটারি লাইফ ও তাপমাত্রা নিয়ে অভিযোগ জানান অনেক গ্রাহক।
বুধবার অ্যাপলের মুখপাত্র বলেন, আইওএস১৭’তে ‘গুরুত্বপূর্ণ বাগ সমাধানের পাশাপাশি নিরাপত্তায়’ আপডেট আনা হয়েছে। এর মধ্যে আছে ফোন অতিরিক্ত গরম হওয়ার বিষয়টিও।
সপ্তাহের শুরুতে অ্যাপল বলেছিল, ‘সেটআপ বা রিস্টোর’ করার পর প্রথম কিছুদিন ডিভাইসটি গরম মনে হতে পারে।
ইনস্টাগ্রাম ও উবারের মতো থার্ড পার্টি অ্যাপকেও ফোন গরম হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছিল অ্যাপল। তবে, আপডেট এসেছে সেগুলোতেও।