“এ প্রযুক্তির সহায়তায় আপনি একজন নকশাবিদ হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে সেজন্য আপনার গ্রাফিক ডিজাইনার বা আর্টের ডিগ্রি দেখাতে হবে না।”
Published : 02 Jan 2024, 05:00 PM
প্রযুক্তি খাতে চাকরি পাওয়ার ক্ষেত্রে এখন আর কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি নেওয়ার বাধ্যবাধকতা নেই --এমনই দাবি আইবিএম-এর এআই বিভাগের প্রধান ম্যাথিউ ক্যান্ডির।
আইবিএম-এর জেনারেটিভ এআই খাতের বৈশ্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্যান্ডি মার্কিন সাময়িকী ফরচুনকে বলেছেন, বিভিন্ন পণ্য তৈরির ক্ষেত্রে এখন আর তেমন কারিগরি দক্ষতা লাগে না কারণ এআই তা সহজ করে দিয়েছে।
“মানুষের নতুন আইডিয়া তৈরি বা সে আইডিয়াকে পরীক্ষায় ফেলে নতুন কিছু বানানোর গতি আগের চেয়ে বেড়ে যাবে।” --শনিবার প্রকাশ পাওয়া প্রতিবেদনে বলেছেন ক্যান্ডি।
“এর জন্য আপনাকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রিও অর্জন করতে হবে না।”
ক্যান্ডির মতে, এআই প্রযুক্তির উত্থানে জটিল ও সৃজনশীল ভাবনার মতো হালকা ধাঁচের দক্ষতা ব্যবহারের সুযোগ বাড়তে পারে।
“শীঘ্রই প্রশ্ন করা, সৃজনশীল দক্ষতা ও উদ্ভাবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে কারণ আমার ধারণা, এআই মানুষের সৃজনশীল ভাবনার সক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারে।” --ফরচুন এর আগে বলেছিলেন ক্যান্ডি।
তিনি আরও বলেন, কেবল প্রযুক্তি খাত নয়, বরং চিত্রকলার মতো শিল্পেও এআই ইমেজ-জেনারেশন প্রযুক্তির প্রভাব পড়তে পারে।
“এ প্রযুক্তির সহায়তায় আপনি একজন নকশাবিদ হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তবে সেজন্য আপনার গ্রাফিক ডিজাইনার বা আর্টের ডিগ্রি দেখাতে হবে না।”
নভেম্বরে মাইক্রোসফটের পডকাস্ট ‘ওয়ার্কল্যাব’-এ দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন লিংকডইনের ভাইস প্রেসিডেন্ট আনিশ রামানও।
পডকাস্টের উপস্থাপক মলি উডকে রামান বলেছিলেন, তিনি আশা করছেন, এআই প্রযুক্তির উত্থান অ-কারিগরি দক্ষতায় বড় প্রভাব ফেলতে পারে।
“ডিগ্রির প্রয়োজনীয়তা বেশ নাটকীয়ভাবেই কমে আসছে।” --বলেন রামান।
গত বছরের মার্চে মার্কিন বিনিয়োগ কোম্পানি গোল্ডম্যান স্যাকস-এর প্রতিবেদনে উঠে এসেছিল, এআই প্রযুক্তির উত্থানে ঝুঁকির মুখে রয়েছে ৩০ কোটিরও বেশি চাকরি।
এরপর মে মাসে আইবিএম বলে, তারা কোম্পানিতে বিভিন্ন এমন চাকরির নিয়োগ বন্ধ করতে পারে, যেগুলো এআইয়ের মাধ্যমে রিপ্লেস করা সম্ভব।
“আগামী পাঁচ বছরের মধ্যে এআই ও অটোমেশন প্রযুক্তি সম্ভবত ৩০ শতাংশ চাকরি কেড়ে নেবে।” --কোম্পানির দাপ্তরিক কার্যক্রমের প্রতি ইঙ্গিত দিয়ে ব্লুমবার্গকে বলেছিলেন আইবিএম-এর সিইও আরভিন্দ কৃষ্ণা।
এ প্রসঙ্গে বিজনেস ইনসাইডার আইবিএম-এর মুখপাত্রদের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।