হাবলের ৩৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে যে কয়েকটি মহাজাগতিক বস্তুকে টার্গেট করা হয়েছে তার মধ্যে ঈগল নীহারিকা একটি।
Published : 21 Apr 2025, 01:51 PM
হাবল স্পেস টেলিস্কোপের ৩৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নতুন একটি নীহারিকার ছবি প্রকাশ করেছে নাসা ও ইএসএ।
“মহাজাগতিক গ্যাস ও ধূলিকণার একটি চূড়া” অঞ্চলের শেষবারের মতো তোলা ঈগল নেবুলার এ ছবিটি দুই দশক আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবল টেলিস্কোপ ধারণ করেছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএ বলছে, ছবিতে থাকা টাওয়ারটি ৯.৫ আলোকবর্ষ দীর্ঘ ও বড় আকারের নীহারিকার একটি অংশ মাত্র, যা তরুণ তারাদের কাছে ‘নার্সারি’ হিসাবে বিবেচিত। টাওয়ারটির মধ্যে থাকা কমলা ও গাঢ় নীল রঙের অনন্য এ মিশ্রণটি ঘূর্ণায়মান হাইড্রোজেন গ্যাস ও মহাকাশ ধূলিকণারই সংমিশ্রণ।
নীহারিকারটি দেখতে ঈগল পাখির মতো হওয়ায় এর এমন নাম দিয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে দেখা যাচ্ছে, এর প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন মেঘ বিশালাকার শিকারী পাখি ঈগলের ডানার মতোই দেখতে।
সাম্প্রতিককালে মহাকাশের দর্শনীয় বিভিন্ন ছবির জন্য গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। তবে স্পষ্টভাবেই বলা যায়, হাবলের মধ্যে এখনও কিছু রসবোধ রয়েছে। এর কিছু কারণ, হাবল টেলিস্কোপের মাধ্যমে তোলা ছবিতে প্রয়োগ করা হচ্ছে “নতুন ডেটা প্রক্রিয়াকরণ কৌশল”।
হাবলের ৩৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে যে কয়েকটি মহাজাগতিক বস্তুকে টার্গেট করা হয়েছে তার মধ্যে ঈগল নীহারিকা একটি বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
বিভিন্ন কোণে ছবি তোলা থেকে শুরু করে ভিন্নভাবে ডেটা ব্যবহার করে আরও দর্শনীয়ভাবে রঙিন ছবি তুলতে পারে হাবল টেলিস্কোপ। “পুনরায় তৈরি ছবি” দিয়ে কোনও বড় আবিষ্কার না হলেও নিঃসন্দেহে হাবলের তোলা এসব ছবি আগের চেয়ে আরও ভালো।