আরএনসি’র ডোমেইন যাচাইকরণ ও ক্রমাগত ইমেইল পাঠানো নিয়ে ব্যবহারকারীর অভিযোগ জানানোকে এর মূল কারণ হিসেবে উল্লেখ করে কোম্পানিটি।
Published : 28 Aug 2023, 05:57 PM
জিমেইলের স্প্যাম ফিল্টারিং ব্যবস্থায় ‘বৈষম্যমূলক আচরণের’ অভিযোগ থেকে যুক্তরাষ্ট্রে অব্যাহতি পেয়েছে সার্চ জায়ান্ট গুগল।
যুক্তরাষ্ট্রের ‘রিপাবলিকান ন্যাশনাল কমিটি (আরএনসি)’র দায়ের করা মামলাটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক নাকচ করেছেন বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
মামলার অভিযোগ ছিল, গুগল পরিকল্পিতভাবে ‘আরএনসি’র বিভিন্ন রাজনৈতিক ইমেইল বার্তা ব্যবহারকারীর স্প্যাম ফোল্ডারে পাঠিয়েছে। আর সেইসব বার্তার কারণে আরএনসি’র তহবিলে অনুদান কম এসেছে। ‘হারানো অনুদানের ক্ষতিপূরণও’ ছিল মামলায় অন্যতম দাবি।
মামলার নথিতে ‘নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি’র গবেষণার কথা উল্লেখ করে আরএনসি। ওই গবেষণা অনুসারে, জিমেইল মূলত রিপাবলিকান পার্টির প্রার্থিদের ইমেইলগুলোকে ‘স্প্যাম’ হিসেবে চিহ্নিত করত।
গত বছরের মে মাসে এই গবেষণাপত্রের লেখক মুহাম্মাদ শাহজাদ ওয়াশিংটন পোস্টকে বলেন, তাদের গবেষণাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও যোগ করেন, তারা কেবল এর ‘ডিফল্ট ইমেইল সেটিং’ পরীক্ষা করেছেন, যেখানে ব্যবহারকারী নিজ পছন্দ অনুযায়ী বিভিন্ন বার্তা ‘স্প্যাম’ হিসেবে চিহ্নিত করতে পারেন।
“জিমেইলের পক্ষপাতমূলক অভিযোগের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে।”
মার্কিন বিচারক ড্যানিয়েল কালাব্রেটা আরএনসি’র এই মামলাকে ‘কাছাকাছি পর্যায়ের ঘটনা’ বলে ব্যাখ্যা করলেও কমিটির অভিযোগ নাকচ করে দেন তিনি। মামলার রায়ে তিনি লেখেন, কমিটি ‘নিজেদের ওই অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে’ যে গুগলের ফিল্টারিং ব্যবস্থায় অসৎ উদ্দেশ্য ছিল।
গুগলের দাবি, তাদের বেশিরভাগ ফিল্টার করা ইমেইল থেকে ‘ধারণা নেয়’ এর স্প্যাম সংশ্লিষ্ট অ্যালগরিদম। পাশাপাশি, আরএনসি’র ডোমেইন যাচাইকরণ ও ক্রমাগত ইমেইল পাঠানো নিয়ে ব্যবহারকারীর অভিযোগ জানানোকে এর মূল কারণ হিসেবে উল্লেখ করে কোম্পানিটি।
বিচারক আরও যোগ করেন, ‘ক্যান-স্প্যাম অ্যাক্ট’ আইনের ওপর ভিত্তি করে রিপাবলিকানদের পাঠানো ইমেইল বার্তা ‘আপত্তিকর’ কনটেন্ট হিসেবে বিবেচিত হতে পারে। আর গুগল এদের স্প্যাম হিসেবে উল্লেখ করেছে ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’-এর ২৩০ ধারার অধীনে।
গত বছর রিপাবলিকান পার্টির ইমেইল বার্তা প্রেরকদের জন্য একটি ‘ব্যাকডোর’ ব্যবস্থা তৈরি করেছিল গুগল। তবে, সেটি ব্যবহারে আরএনসি আগ্রহ দেখায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
জানুয়ারিতে গুগল বলেছে, আরএনসি তাদের মামলা তুলে নেওয়ার অনুরোধ না রাখলে তারা এই ব্যাকডোর প্রকল্প বন্ধ করে দেবে। আর এই মাসের শুরুতে গুগলের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির স্প্যাম ফিল্টারিং সংশ্লিষ্ট মামলা নাকচ করেছে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল ইলেকশন কমিশন’।