হ্যাকিংয়ের কবলে জরুরী সেবা ৯৯৯-এর ফেইসবুক পেইজ

“জ্বি, আমাদের ফেইসবুক পেইজটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। চেষ্টা চলছে পেইজটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার।”

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 02:17 PM
Updated : 7 March 2023, 02:17 PM

বাংলাদেশ সরকারের জরুরী নাগরিক সেবা ৯৯৯-এর ভেরিফায়েড ফেইসবুক পেইজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। তিন দিন যাবত সেখানে চলছে স্ট্রিমিং সেবাসহ বিভিন্ন ভিডিওর বিজ্ঞাপন।

পেইজটিতে প্রথম হ্যাকিংয়ের আলামত মেলে শনিবার রাত ৮টায়। এর পর থেকেই পেইজটিতে নিয়মিত রাত আটটা ও রাত একটায় একের পর এক ভিডিও লিংকের পোস্ট করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের জরুরী সেবার ইনচার্জ পরিদর্শক আনোয়ার সাত্তার এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের জরুরী সেবার ফেইসবুক পেইজটিতে কিছু কিছু ভিডিও পোস্ট হচ্ছে এটা আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”

এ বিষয়ে জরুরী সেবায় ফোন করলে একজন অপারেটর হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করেন।

“জ্বি, আমাদের ফেইসবুক পেইজটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। চেষ্টা চলছে পেইজটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার।” - বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী।

প্রায় দেড় লাখ ফলোয়ার সমৃদ্ধ পেইজটি কোনোভাবেই জরুরী সেবা প্রার্থীদের সেবা দানের সঙ্গে সরাসরি যুক্ত নয়, ফলে মূল সেবায় এর কোনো প্রভাব পড়েনি বলে জানান ওই কর্মী।

আক্রান্ত হওয়ার আগে পেইজটিতে বিভিন্ন সময়ে বিভাগ সংশ্লিষ্ট সংবাদ ও জনসংযোগমূলক বিভিন্ন পোস্ট শেয়ার করা হতো।

বিভাগের একটি সূত্র জানায়, এ নিয়ে ফেইসবুকের সঙ্গে যোগাযোগ করে পেইজটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা চলছে। “তারা পেইজ বিষয়ক কিছু তথ্য চেয়েছে, আমরাও দিয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যেই পেইজটি আমরা ফিরে পাব।”

এই হ্যাকিং কার্যক্রম দেশের বাইরে থেকে হয়েছে বলে ধারণা প্রকাশ করেছেন একজন কর্মকর্তা। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু তিনি বলতে পারেননি।