আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ এখনো নির্ধারণ করা না হলেও ‘অল্প কিছুদিনের মধ্যে’ শুরু করার প্রত্যাশা হাই কমিশনের।
Published : 04 Jul 2024, 03:35 PM
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশে দূতাবাস।
বুধবার কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’-এর অফিসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে এ প্রস্তুতির বিস্তারিত জানানো হয়।
আবেদন করতে হলে প্রবাসীদের পাসপোর্টের ফটোকপি, অনলাইন কপিসহ জন্মসনদের ফটোকপি এবং ইউনিয়ন পরিষদ থেকে সম্পূর্ণ নাম-ঠিকানাসহ জাতীয়তা সনদপত্র বা নাগরিক সনদপত্রের কপি লাগবে।
শীঘ্র প্রবাসীরা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ এখনো নির্ধারণ করা না হলেও ‘অল্প কিছুদিনের মধ্যে’ শুরু করার প্রত্যাশা হাই কমিশনের।
সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সভাপতিত্ব করেন হাই কমিশনার মো. শামীম আহসান।
অশোক কুমার দেবনাথ বলেন, “বিশ্বের ৪০টি দেশে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের। এই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু হলো।
“দীর্ঘদিন প্রবাসে থাকায় অনেক বাংলাদেশি এনআইডি করতে পারেননি। এনআইডি না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হন। তাদের কথা বিবেচনা করে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু করা হয়েছে।”
হাই কমিশনার মো. শামীম আহসান বলেন, “ইতোমধ্যে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম সফল করতে কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা এনআইডি কার্যক্রম বিষয়ে দক্ষতা অর্জন করেছেন। হাইকমিশন এনআইডি সেবা দিতে এখন সম্পূর্ণ প্রস্তুত।”
সভায় ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর ও এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।