“ব্যক্তিগত ডেটা শেয়ার না করার বিষয়ে মেটা তার ব্যবহারকারীদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে না।” — বিবৃতিতে বলেছে ইউরোপীয় কমিশন।
Published : 02 Jul 2024, 05:57 PM
ইইউ অঞ্চলের যুগান্তকারী আইন মানতে ব্যর্থ হওয়ায় মেটা প্ল্যাটফর্মস’কে অভিযুক্ত করেছে ইইউ অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা।
ফেইসবুকের মালিক কোম্পানির সদ্য প্রবর্তিত বিজ্ঞাপনের মডেল ‘পে অর কনসেন্ট’-এর কারণেই এ অভিযোগ উঠেছে, যা এরইমধ্যে ইইউ’র আইন ভেঙেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিস।
এ মডেলে ‘অ্যাড-ফ্রি’ বা বিজ্ঞাপন-মুক্ত ফেইসবুক ও ইনস্টাগ্রামের জন্য সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হয় ব্যবহারকারীদের। অর্থাৎ বিজ্ঞাপনের ক্ষেত্রে কেউ নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে না চাইলে অর্থপ্রদান করতে হবে তাকে।
“ব্যক্তিগত ডেটা শেয়ার না করার বিষয়ে মেটা তার ব্যবহারকারীদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে না।” — বিবৃতিতে বলেছে ইউরোপীয় কমিশন।
পাশপাশি, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে, মেটা তাদের সম্মতি’র অধিকার প্রয়োগের সুযোগও দেয় না বলে উল্লেখ করেছে কমিশন।
আগের বিবৃতির ধারাবাহিকতায়, ইইউ কমিশন মেটাকে একটি ‘সমতুল্য বিকল্প’ তৈরির আহ্বান জানিয়েছে, যার জন্য কোনও অর্থের প্রয়োজন হবে না।
তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সময় রয়েছে কমিশনের হাতে। ডিএমএ আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হলে, বিশ্বব্যাপী বার্ষিক আয়ের দশ শতাংশ জরিমানা দিতে হতে পারে মেটাকে।
তবে, মেটা এখনও কোনো অন্যায় স্বীকার করেনি বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
“বিজ্ঞাপনের জন্য মেটার সাবস্ক্রিপশন মডেল ইউরোপের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ ও ডিএমএ আইন মেনে চলে। তদন্তটি বন্ধে ইউরোপীয় কমিশনের সঙ্গে আরও গঠনমূলক আলোচনার অপেক্ষায় রয়েছি আমরা” – এক বিবৃতিতে বলেছে মেটা।
সম্প্রতি, জুনের শেষে ইইউ কমিশন অ্যাপলের বিরুদ্ধে তদন্তের প্রাথমিক ফলাফল ঘোষণা করেছে। এতে উঠে এসেছে, আইফোন নির্মাতা কোম্পানিটি ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘন করেছে। মার্চ মাসে আইনটি কার্যকর হওয়ার পর ইইউ অঞ্চলের প্রথম নিয়ন্ত্রণ পদক্ষেপ ছিল এটি।