নতুন ফিচার কাজে আসবে জন্মদিনের পার্টি বা বাগদানের মতো বিশেষ কোনো অনুষ্ঠানের স্টোরি দীর্ঘ সময় রাখায়। পছন্দের লোকজন দেখার আগেই সেগুলো হারিয়ে যাবে না।
Published : 22 Oct 2022, 08:22 PM
সকল ‘প্লাস’ গ্রাহকের জন্য কয়েকটি নতুন ফিচার এনেছে স্ন্যাপচ্যাট। এর মধ্যে আছে বিভিন্ন কাস্টম নোটিফিকেশন সাউন্ড, রঙিন ক্যামেরা বর্ডার ও স্টোরি’র মেয়াদ কাস্টমাইজ করার সুবিধা।
স্ন্যাপচ্যাটের প্রিমিয়াম সেবা ‘স্ন্যাপচ্যাট প্লাস’-এ গ্রাহকরা কিছু বিশেষ ফিচারের সুবিধা পান। এর বিনিময়ে মাসে গুনতে হয় তিন দশমিক ৯৯ ডলার।
‘কাস্টম স্টোরি এক্সপাইরেশন’ নামে পরিচিত নতুন ফিচার পছন্দ অনুযায়ী স্টোরি’র মেয়াদ শেষ হওয়ার তারিখ বাছাইয়ের সুযোগ দেয় গ্রাহককে, যেখানে এক ঘন্টা থেকে এক সপ্তাহ পর্যন্ত স্টোরি রাখার অপশন পাবেন তিনি।
শুক্রবার ঘোষণা করা এই ফিচার সম্পর্কে ভার্জ বলছে, এর ফলে কেউ যদি জন্মদিনের পার্টি বা বাগদানের মতো বিশেষ কোনো অনুষ্ঠানের স্টোরি তুলনামূলক দীর্ঘ সময় রাখতে চান, তবে তার পছন্দের লোকজন দেখার আগে সেগুলো ‘চোখের নিমিষে অদৃশ্য’ হবে না।
আগে সব গ্রাহকের বেলাতেই স্টোরির মেয়াদ শেষ হতো ২৪ ঘন্টায়।
বিভিন্ন পৃথক বন্ধুর জন্য প্লাস গ্রাহককে বিশেষ ‘টোন’ বরাদ্দের সুযোগ দেবে ‘কাস্টম নোটিফিকেশন সাউন্ড’ ফিচার। ফলে, ব্যবহারকারী ফোন না দেখেই বুঝবেন কে তাকে ‘স্ন্যাপ’ পাঠিয়েছে।
‘ক্যামেরা কালার বর্ডার’ ফিচারের মাধ্যমে স্ন্যাপচ্যাটের ক্যামেরায় বর্ডারের রঙ বদলানো যাবে, যেখানে আটটি অপশন থেকে বাছাইয়ের সুযোগ পাবেন ব্যবহারকারী। এ ছাড়া, ব্যবহারকারীর স্ন্যাপচ্যাট প্রোফাইল সাজাতে তিনটি এক্সক্লুসিভ ‘হ্যালোইন বিটমোজি’ ব্যাকগ্রাউন্ডও এসেছে সেবাটিতে।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, পর্যায়ক্রমে বিনামূল্যের সেবাতেও আসতে পারে এইসব প্রিমিয়াম ফিচার। প্লাস সেবা চালুর সময় স্ন্যাপ একে ‘এক্সক্লুসিভ, পরীক্ষামূলক ও প্রাক মুক্তি পাওয়া ফিচারের সংগ্রহ’ হিসেবে ব্যাখ্যা করেছিল।
প্রথমে ‘পেইড’ গ্রাহকের কাছে বিভিন্ন প্রিমিয়াম ফিচার আনার জন্য আলাদা পরিচিতি আছে টুইটারের মতো অন্যান্য সেবারও। এর উদাহরণ হিসেবে ধরা যায়, টুইটার ব্লু গ্রাহকদের কাছে টুইট এডিটের সুবিধা।