কালো টার্টলনেক, পেছনে কালো ব্যাগপ্যাক আর ফ্লুরোসেন্ট সবুজ ক্যাপ মাথায় সাজিদ ‘ভিআইপি ট্রিটমেন্ট’ পাওয়ার পর সাংবাদিকদের জানালেন তার আবেগের কথা।
Published : 18 Apr 2023, 08:21 PM
অ্যাপল স্টোরের উদ্বোধন সবসময়ই অ্যাপল ভক্তদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা। এ নিয়ে ব্যস্ত থাকে মিডিয়াও। সেখানে গোটা আয়োজনের গুরুত্ব আরও বাড়ে যদি স্বয়ং অ্যাপল সিইও হাজির থাকেন। অথচ, সব কিছু ছাপিয়ে গোটা আয়োজনের ফোকাস কেড়ে নিলেন এমন একজন যাকে চিনতেন না কেউ!
দীর্ঘ প্রতীক্ষার পর ৮ এপ্রিল মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) উদ্বোধন হয়েছে ভারতের মাটিতে অ্যাপলের প্রথম দোকানের। আর সেখানেই হাজির সাজিদ মোয়িনুদ্দিন, বিশেষ এক উদ্দেশ্য নিয়ে।
কে তিনি? তাকে কেউ চেনে না। তবে তার ‘পরিচয়পত্র’ ছিল দুিই হাতে ধরা– ১৯৮৪ সালের একটি ম্যাক-এসই!
সহাস্যে তাকে বরণ করে নিলেন অ্যাপল সিইও টিম কুক। আলোকচিত্রির ছবি বলছে, দীর্ঘদিন সম্ভবত এমন অবাক হননি ট্রিলিয়ন ডলার কোম্পানির এই কর্ণধার।
কালো টার্টলনেক, পেছনে কালো ব্যাগপ্যাক আর ফ্লুরোসেন্ট সবুজ ক্যাপ মাথায় সাজিদ ‘ভিআইপি ট্রিটমেন্ট’ পাওয়ার পর সাংবাদিকদের জানালেন- সেই ১৯৮৪ সাল থেকেই তিনি “ডাইহার্ড অ্যাপল ফ্যান”। তখন থেকেই তিনি ব্যবহার করছেন এই এসই টু। স্টিভ জবসের হাত ধরে যে প্রথম কয়টি ম্যাকিন্টশ মডেল বাজারে এসেছিল, তার একটি।
গোটা আয়োজনের উত্তেজনা যে শান্ত সৌম্য টিম কুককেও স্পর্শ করেছে তার প্রমাণ মিলল আয়োজনের পর করা টুইটে– “যে প্রাণশক্তি, যে সৃজনশীলতা আর আবেগ দেখা গেল মুম্বাইতে তা অনন্য।”
The energy, creativity, and passion in Mumbai is incredible! We are so excited to open Apple BKC — our first store in India. pic.twitter.com/talx2ZQEMl
— Tim Cook (@tim_cook) April 18, 2023
বেশ কিছু রাজনৈতিক ও আইনি জটিলতা পার করে অ্যাপলের এই ব্র্যান্ড শপটি খোলার কথা ছিলো ২০২০ সালেই। তার আগেই এলো কোভিড -১৯।
বৃহস্পতিবার, দিল্লীতে আরো একটি অ্যাপল স্টোর উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এই সফরে টিম কুকের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখেশ আম্বানি সহ বেশ কয়েকজন ভারতীয় শীর্ষ ব্যাবসায়ীদেরও সাক্ষাতের কথা রয়েছে।
ভারতে অ্যাপল তার মনোযোগ বাড়াচ্ছে। ভারতও চাইছে অ্যাপলকে। গত এক বছরে অ্যাপল তার মোট পণ্যের সাত শতাংশ ভারতে উৎপাদন করেছে, যার বাজার মূল্য সাত বিলিয়ন ডলার এবং যা তার আগের বছরের তিন গুণ।
অ্যাপলের সরবরাহকারীরা ইতোমধ্যেই ভারতে বিনিয়োগ বাড়িয়েছে। আইফোন তৈরীর জন্য কর্ণাটক প্রদেশে ফক্সকন ৭০০ মিলিয়ন ডলারের একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে। যেখানে মোট এক লক্ষ লোকের কর্ম সংস্থান হবে।
তবে, অনুষ্ঠান শেষে সম্ভবত এসব বাণিজ্যিক কোনো বিষয়ই সাজিদ মোয়িনুদ্দিনকে স্পর্শ করছিল না। সহাস্যে যখন তিনি নতুন খোলা অ্যাপল স্টোর থেকে বেরিয়ে আসছিলেন, কোলের ম্যাক এসইটু’র স্যাশিতে জ্বলজ্বল করছে সিইও টিম কুকের অটোগ্রাফ।