গুগলের পাশাপাশি অ্যাপল, মাইক্রোসফট ও স্যামসাং’সহ বিভিন্ন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে আরেন্ডি। তবে, ওইসব মামলাও খারিজ বা নিষ্পত্তি হয়ে গেছে।
Published : 05 May 2023, 05:05 PM
কোম্পানির স্মার্টফোন ও অ্যাপের বিভিন্ন ফিচার নিয়ে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালতে দীর্ঘ সময় ধরে চলা এক পেটেন্ট মামলা জিতেছে সার্চ জায়ান্ট গুগল।
বুধবার প্রকাশিত রায়ে মামলার বিচারক সিদ্ধান্ত দেন, লুক্সেমবার্গভিত্তিক পেটেন্ট মালিক ‘আরেন্ডি সার্ল’-এর পেটেন্ট অবৈধ ও গুগল এটি লঙ্ঘন করেনি।
এই প্রসঙ্গে রয়টার্স আরেন্ডি’র আইনজীবিদের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি। এই সিদ্ধান্তে কোম্পানির সন্তুষ্টির কথা জানানোর পাশাপাশি ‘মামলায় উপস্থাপিত বিস্তৃত প্রমাণের প্রতি যত্নশীল মনোযোগ’ দেওয়ায় বিচারকের প্রশংসা করেন গুগলের মুখপাত্র হোসে কাস্তানেইদা।
২০১৩ সালে গুগলের বিরুদ্ধে নিজস্ব ‘আরেন্ডি’ পেটেন্ট নিয়ে মামলা করেন নরওয়েজিয়ান উদ্ভাবক অ্যাটল হেডলয়, যার সম্পৃক্ততা আছে ডেটাবেইজ থেকে নাম, ঠিকানার তথ্য পুনরুদ্ধার এবং ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিটে এগুলো প্রবেশ করানোর মতো বিষয়গুলোর সঙ্গে।
আরেন্ডির অভিযোগ, ‘জিমেইল’, ‘ক্রোম’, ‘ডক্স’ ও ‘মেসেজ’সহ গুগলের বিভিন্ন মোবাইল ডিভাইস ও অ্যাপ তাদের পেটেন্ট লঙ্ঘন করেছে। গুগলের আইনি কার্যক্রম দেখাশোনা করা কোম্পানি ‘পল হেস্টিংস’-এর এক মুখপাত্রের তথ্য অনুসারে, ক্ষতিপূরণ বাবদ তারা আদালতে চার কোটি ৫৫ লাখ ডলার দাবি করেছিল।
বিচারক রায়ে বলেন, গুগল আরেন্ডি’র পেটেন্ট লঙ্ঘন করেনি। পাশাপাশি, তিনি গুগলের এই যুক্তির সঙ্গেও একমত যে ওই পেটেন্ট আগের বিভিন্ন উদ্ভাবনের ওপর নির্ভর করার কারণে অবৈধ ছিল।
এই পেটেন্ট নিয়ে গুগলের পাশাপাশি অ্যাপল, মাইক্রোসফট ও স্যামসাং’সহ বিভিন্ন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে আরেন্ডি। তবে, ওইসব মামলাও খারিজ বা নিষ্পত্তি হয়ে গেছে।