পাসকি বা পাসওয়ার্ড কি ব্যবস্থাকে পাসওয়ার্ডের নিরাপদ বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। আর এগুলো গঠিত হয় এক জোড়া ‘ক্রিপ্টোগ্রাফিক কি’র মাধ্যমে।
Published : 18 Jul 2023, 06:08 PM
আইফোনে ‘পাসকি লগইন’ সমর্থিত থার্ড পার্টি অ্যাপের ব্যবহার বেড়েছে। তবে, এখন নিজস্ব পাসকি লগইন সুবিধা চালু করছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ।
ব্যবহারকারী এখন থেকে নিজের ‘অ্যাপল আইডি’ সংশ্লিষ্ট পাস কি’র মাধ্যমেই জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ পাবেন। এর মানে, ‘ফেইস’ বা ‘টাচ’ আইডি’র মাধ্যমে তারা নিজেদের অ্যাকাউন্টে সহজেই প্রবেশ করতে পারবেন।
পাসকি বা পাসওয়ার্ড কি ব্যবস্থাকে পাসওয়ার্ডের নিরাপদ বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। আর এগুলো গঠিত হয় এক জোড়া ‘ক্রিপ্টোগ্রাফিক কি’র মাধ্যমে।
এর মধ্যে একটি হল ‘পাবলিক কি’, যা ওয়েবসাইট বা সেবার সঙ্গে যুক্ত। আর অন্যটি ‘প্রাইভেট কি’, যা কেবল ব্যবহারকারীর ডিভাইসে সংরক্ষিত থাকে। টিকটকের মতো অ্যাপগুলোর কাছে এমন প্রাইভেট কি’র প্রবেশাধিকার থাকে না। ব্যবহারকারীও এটি কপি করে অন্য কোথায় ব্যবহারের সুযোগ পান না। ফলে, ডেটা ফাঁস বা দূর্বল ব্যবস্থার মাধ্যমে সামাজিক মাধ্যম হ্যাকিংয়ের কথা বিবেচনা পাসকির প্রতিরোধ ক্ষমতা ভালো।
আইওএস ডিভাইসে কোনো পরিষেবার পাবলিক পাসকি’র সঙ্গে প্রাইভেট পাসকি মেলানোর আগে এগুলোর বায়োমেট্রিক ডেটার মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় শনাক্ত করা হয়।
আইফোন ও আইপ্যাডে পাসকি’র মাধ্যমে টিকটক ব্যবহারের ক্ষেত্রে ডিভাইসে অবশ্যই আইওএস-এর সর্বশেষ সংস্করণ থাকতে হবে। আর এতে ‘আইক্লাউড কিচেইন’ ফিচারও সক্রিয় রাখতে হবে, কারণ অ্যাপল বিভিন্ন পাসকি সংরক্ষণ করে নিজের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে। এ ছাড়া, অ্যাপল আইডি’র জন্যেও দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থা সক্রিয় থাকতে হবে।
এই মাসে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কয়েকটি অঞ্চলে সুবিধাটি চালু করবে টিকটক। প্ল্যাটফর্মটি আরও বলেছে, পরবর্তীতে অন্যান্য জায়গা ও অপারেটিং সিস্টেমেও এটি চালু হবে। এর থেকে ইঙ্গিত মেলে, উত্তর আমেরিকা ও অ্যান্ড্রয়েড ডিভাইসেও ফিচারটি আসার সম্ভাবনা আছে।
এতে প্রবেশাধিকার পাওয়া টিকটক ব্যবহারকারীকে এটি সক্রিয় করতে অ্যাপের নীচের অংশে থাকে প্রোফাইল অপশনে যেতে হবে। পরবর্তীতে, মেনুতে থাকা ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘অ্যাকাউন্ট’ অপশনটি বাছাই করতে হবে। এর পর ‘আইক্লাউড পাসকি’ নামের অপশনে চাপ দিলেই এর ‘সেটআপ স্ক্রিন’ দেখা যাবে।