চিপ, ইভি খাতে নজর জাপানেরও, দিতে চায় ভর্তুকি

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উদীয়মান ও উন্নয়নশীল বিভিন্ন দেশ নিয়ে গঠিত ‘গ্লোবাল সাউথ’-এ জাপানের বিনিয়োগ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন জাপানের শিল্প মন্ত্রী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 08:26 AM
Updated : 24 Oct 2023, 08:26 AM

বিদ্যুচ্চালিত যানবাহন, সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য ভর্তুকি নীতিমালা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করার পরিকল্পনা করেছে জাপান।

দেশটির শিল্প মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা মঙ্গলবার এই পরিকল্পনার কথা বলেছেন জাপানের সংবাদপত্র নিক্কেইয়ের সঙ্গে আলাপে।

এইসব খাতে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ ধরে রাখার লক্ষ্যে আলোচনা শুরু হতে পারে এ বছর থেকে। আর নতুন কাঠামোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহে সরকারি সহায়তার পাশাপাশি ‘গ্রিন ট্রান্সফর্মেশনে’ও বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে নিক্কেই।

‘গ্রিন ট্রান্সফর্মেশন’ এমন এক প্রক্রিয়া, যেখানে সম্পদ সুরক্ষিত রেখেই বিভিন্ন সাম্প্রতিক ব্যবসার কার্যক্রম, পণ্য, ব্যবসায়িক মডেল ও সংস্কৃতিকে কার্যকরী উপায়ে পরিবেশবান্ধব লক্ষ্যে রূপান্তর করা সম্ভব।

জাপানের সরকারের লক্ষ্য হল, আগামী ১০ বছরে গ্রিন ট্রান্সফর্মেশনের পেছনে ২০ ট্রিলিয়ন ইয়েন (১৩ হাজার ৩৬২ কোটি ডলার) বিনিয়োগ করা।

নিক্কেই’র প্রতিবেদন অনুযায়ী, ইভি খাতে ভর্তুকির সুবিধা পাওয়ার পরিবেশগত ও অন্যান্য প্রয়োজনীয়তা নিয়েও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারে জাপান।

এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উদীয়মান ও উন্নয়নশীল বিভিন্ন দেশ নিয়ে গঠিত ‘গ্লোবাল সাউথ’-এ জাপানের বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা নিয়েও কথা বলেছেন নিশিমুরা। তার মন্ত্রণালয়ের লক্ষ্য, আগামী পাঁচ বছরে দেশগুলোর সরকারি ও প্রাইভেট খাতে দুই ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত বিনিয়োগ করা।